সম্পত্তি লোভে ভাইকে খুনের চেষ্টা দাদার

সম্পত্তি লোভে ভাইকে খুনের চেষ্টা দাদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সম্পত্তি লোভে ভাইকে খুনের চেষ্টা দাদার। বসিরহাট জেলার হাড়োয়া থানার তালবেড়িয়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় 60 বছরের সনৎ মন্ডল তাদের একটি পুকুর রয়েছে যেটি এ বছর সনদ বাবুর ভাগে এসেছিল তার দাদা জগৎ মন্ডল দ্বিতীয় অস্বীকার করে তা নিয়ে একটি সালিশি সভাও হয় কিন্তু সেখান থেকে কোন সমাধান সূত্র বের হয়নি আজ সন্ধ্যায় সনৎ মন্ডল বাজারে যাচ্ছিলেন হঠাৎই পেছন থেকে দাদা জগৎ মন্ডল ও তার দলবল মিলিয়ে পেছন থেকে হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ঘটনায় 60 বছরের সনৎ মন্ডল গুরুতর আহত হয় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার অবস্থার অবনতি হলে কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসা করা চিকিৎসকেরা জানাচ্ছেন তার অবস্থা যথেষ্ট সংকটজনক।

আরও পড়ুন – রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার সরব মুখ খুললেন জেলা বিজেপি সভাপতি 

উল্লেখ্য, সম্পত্তি লোভে ভাইকে খুনের চেষ্টা দাদার। বসিরহাট জেলার হাড়োয়া থানার তালবেড়িয়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় 60 বছরের সনৎ মন্ডল তাদের একটি পুকুর রয়েছে যেটি এ বছর সনদ বাবুর ভাগে এসেছিল তার দাদা জগৎ মন্ডল দ্বিতীয় অস্বীকার করে তা নিয়ে একটি সালিশি সভাও হয় কিন্তু সেখান থেকে কোন সমাধান সূত্র বের হয়নি আজ সন্ধ্যায় সনৎ মন্ডল বাজারে যাচ্ছিলেন হঠাৎই পেছন থেকে দাদা জগৎ মন্ডল ও তার দলবল মিলিয়ে পেছন থেকে হামলা করে

 

এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ঘটনায় 60 বছরের সনৎ মন্ডল গুরুতর আহত হয় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার অবস্থার অবনতি হলে কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসা করা চিকিৎসকেরা জানাচ্ছেন তার অবস্থা যথেষ্ট সংকটজনক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top