
নিখিলের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠলো কোন অভিনেত্রীর? সম্পর্কের রসায়ন বোঝা বড়ই দুস্কর। আজ যে বন্ধু, কাল সেই শত্রু। আজ যে পর, কাল সেই যে সবচেয়ে কাছের হবেন না কে জানত! টলিউডের এই নতুন সমীকরণ দেখে আপাতত মাথায় হাত সকলের। তবে এর মধ্যে খুব বেশি জটিলতা নেই।
এতদিনে সকলেই জানেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নুসরত, শ্রাবন্তী দুজনেই খুব কাছের বন্ধু। কিন্তু এর মাঝেই শ্রাবন্তীর সঙ্গে পেশাগত সম্পর্ক গড়ে উঠল নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে। সামনেই পুজো। তার আগে নিখিলের বস্ত্র বিপণির জন্য ফটোশুট করলেন শ্রাবন্তী চ্যাটার্জি।
তবে বিষয়টি লুকিয়ে রাখেননি। নেট মাধ্যমে সেই ফটোশুটের একঝলক শেয়ার করেছেন শ্রাবন্তী। গাঢ় বেগুনি রঙের লেহেঙ্গায় সেজেছেন শ্রাবন্তী। খোলা চুল। মানানসই গয়না, মেকআপ। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন শ্রাবন্তী। নজরকাড়া সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিখিল জৈন। এর থেকেই সকলের কৌতূহল, শ্রাবন্তীর ছবি নিখিল কেন শেয়ার করলেন!
আর ও পড়ুন কঙ্গনা রানাউত কি রাজনীতিতে প্রবেশ করবেন?
নিখিল জানান, টলিউডে শ্রাবন্তীর তাঁর অত্যন্ত কাছের একজন মানুষ। বন্ধুত্ব গড়ে উঠেছে অনেক বছর আগে। পেশাগত দিক থেকে শ্রাবন্তীকে ফটোশুটের প্রস্তাব দেওয়ায় তিনি রাজি হয়ে যান।
এই শুনেই অনেকের কৌতূহল, কাছের বান্ধবী নুসরত কি তাহলে দূরত্ব তৈরি করবেন শ্রাবন্তীর থেকে! অনেকেই আবার মনে করছেন, এটা তো ব্যক্তিগত সম্পর্ক নয়। স্রেফ পেশাগত সম্পর্ক। তাই এর প্রভাব শ্রাবন্তী, নুসরতের বন্ধুত্বের উপর পড়া উচিত নয়।
এর আগে টলিউডের আরও বহু তারকা নিখিলের জন্য ফটোশুট করেছিলেন। এই তালিকায় এবার যুক্ত হলেন শ্রাবন্তী।
উল্লেখ্য, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নুসরত, শ্রাবন্তী দুজনেই খুব কাছের বন্ধু। কিন্তু এর মাঝেই শ্রাবন্তীর সঙ্গে পেশাগত সম্পর্ক গড়ে উঠল নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে। সামনেই পুজো। তার আগে নিখিলের বস্ত্র বিপণির জন্য ফটোশুট করলেন শ্রাবন্তী চ্যাটার্জি।
তবে বিষয়টি লুকিয়ে রাখেননি। নেট মাধ্যমে সেই ফটোশুটের একঝলক শেয়ার করেছেন শ্রাবন্তী। গাঢ় বেগুনি রঙের লেহেঙ্গায় সেজেছেন শ্রাবন্তী। খোলা চুল। মানানসই গয়না, মেকআপ। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন শ্রাবন্তী। নজরকাড়া সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিখিল জৈন। এর থেকেই সকলের কৌতূহল, শ্রাবন্তীর ছবি নিখিল কেন শেয়ার করলেন!