রায়া সাধুঃ বিয়ের আগের টক-ঝাল-মিষ্টি সম্পর্ক যেন কোথাও বিয়ের পর নামকিনে পরিণত হয়। সম্পর্কের চড়াই উতরাই তো জীবনের অন্তরঙ্গ সঙ্গী। আর সম্পর্কের সেই চড়াই উতরাইকে নিয়ে তৈরী হয়েছে ‘মালা বদল’। জীবনে মালাবদলে বদলে যায় জীবন রথের পথ, প্রেমিক-প্রেমিকা থেকে এক্কেবারে বর-বধূ। দায়-দায়িত্ত্বের ভার চলে আসে মালাবদলে।
পুরো গল্প জুড়ে রয়েছে দুষ্টু-মিষ্টি প্রেম, সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বৈবাহিক সম্পর্কের গূঢ আত্মকথা এবং জীবনের গতিপথে প্রতিটি মোড়ে উপনীত হয়েছে অর্ক এবং রূপলেখা। পরিচালক দিপাঞ্জন রায়ের ছবিটিতে অভিনয় করেছেন অর্ক রায়, রুপলেখা মৈত্র, সুরজিত মাইতি সহ অনেকে। শুক্রবার কলকাতার বুকে গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করেছিল মালাবদলের গোটা টীম। এই প্রথম ছবিটি তৈরী করে বেশ উত্তেজিত গোটা ‘মালাবদল’র টীম।