নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর, গৃহবধূর মৃতদেহ নিয়ে উত্তেজনা সৃষ্টি দাসপুরের কলমিজোড় গ্রামে।মৃতের নাম অনিতা মল্লিক (বয়স ৩৬)। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যাচার চালাত অনিতার উপর স্বামী কার্তিক। কার্তিক এর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যে সম্পর্ক মেনে নিতে পারছিল না তার স্ত্রী অনিতা।নতুন সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে অশান্তি লেগে থাকত।আর তাঁর জেরেই এরূপ ঘটনা ঘটল।
জানা গিয়েছে, শুক্রবার রাত্রিতে চরম আকার নেয় অশান্তি। স্থানীয়রা শনিবার ভোররাতে আগুনে পোড়া ঝলসানো মৃতদেহ দেখতে পাই অনিতার।এরপর স্থানীয় মানুষ ঘিরে ফেলে তাদের বাড়ি এবং ভাঙচুর চালানো হয় বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে গেলে দাসপুর থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় সাথে গাড়ি ভাঙচুর করা হয়।ঘটনার জেরে দাসপুর থানার পুলিশ স্বামী কার্তিককে গ্রেপ্তার করেছে।ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও কলমিজোড় গ্রামে রয়েছে চাপা উত্তেজনা।