শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শালবনির ভীমপুর খ্রিস্টান চার্চ এর অনুষ্ঠানে হাজির শ্রীকান্ত মাহাতো। রবিবার শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর খ্রিস্টান চার্চ এর এক অনুষ্ঠানে হাজির হলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, কুটির ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ওই অনুষ্ঠানে এলাকার সকল ধর্মের মানুষ শামিল হয়েছিলেন ।রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান । তিনি তাঁর ভাষণে বলেন এই এলাকার শান্তি ও সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য হিন্দু, মুসলিম ,খৃষ্টান, আদিবাসী সহ সবাইকে এক হয়ে চলতে হবে। আমাদের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে।
আমরা হিংসা চাইনা ,চাই শান্তি ও উন্নয়ন ।তাই দেশ জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তা যেন এই এলাকায় কোন রকম প্রভাব ফেলতে না পারে তার জন্য সকলকে তিনি শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আমাদের একটাই পরিচয় আমরা মানুষ। তাই মানুষ হিসেবে আমাদের কর্তব্য অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা এবং পাশে থাকা। হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষকে বুকে টেনে নেওয়া। সেই জন্য তিনি সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য
উল্লেখ্য, রবিবার শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর খ্রিস্টান চার্চ এর এক অনুষ্ঠানে হাজির হলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, কুটির ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ওই অনুষ্ঠানে এলাকার সকল ধর্মের মানুষ শামিল হয়েছিলেন ।রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান । তিনি তাঁর ভাষণে বলেন এই এলাকার শান্তি ও সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য হিন্দু, মুসলিম ,খৃষ্টান, আদিবাসী সহ সবাইকে এক হয়ে চলতে হবে। আমাদের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে।