নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা ,৩রা মে ;সময় যত এগিয়ে আসছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে কখন যে আছড়ে পড়বে ভয়ঙ্কর সেই ফণী ঘূর্ণিঝড় ঝড়। ইতি মধ্যে উড়িস্যা উপকূলে আছড়ে পড়েছে বলে খবর।
আতঙ্কে আছে এই রাজ্য সহ দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসিন্দারা। ইতি মধ্যে সকাল থেকে নামখানা,সাগর, বকখালি,ডায়মন্ড হারবার বৃষ্টি ও ঝড়ো বাতাস হয়েগিয়েছে। তা দেখে আরও বেশি আতঙ্কে আছে মানুষজন।
প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাষণ, গতকাল থেকে মাইকে ঘোষণা করে দিচ্ছে। আজ সকাল থেকে বন্ধ রেখেছে ফেরি সার্ভিস। দক্ষিণ ২৪ পরগণা ও মেদনিপুর জেলার মধ্যে যে হুগলি নদীতে যে ফেরি সার্ভিস আছে ডায়মন্ড হারবার ও রায়চক তা বন্ধ করেদিয়েছে। প্রস্তুত আছে ডিজাস্টার্স বাহিনী। নিরাপত্তার জন্য ডায়মন্ড হারবার শহরে যে হাইমার্চ লাইট বসানো ছিলো তা নামিয়ে রেখেছে। বন্ধ আছে হুগলি নদীর ধারে হোটেল গুলো পর্যটকদের বাড়ি যেতে নির্দেশ দিচ্ছে হোটাল মালিক ও সংগঠন গুলি।