কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জানুন কি সেই সুখবর । গত কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা , ডিআর , এবং হাউস রেট অ্যালাউন্স বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার। এখানেই শেষ নয়, নতুন করে ফের একবার ডিএ বাড়তে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। এই অবস্থায় ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে বড়সড় স্বস্তির খবর। করোনা পরিস্থিতির কারণে ডিএ (ঘোষণা হলেও এরিয়ার আটকে রয়েছে। সরকারি কর্মচারীদের সেই টাকা দেওয়া হয়নি। আর এই অবস্থায় আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে স্বস্তির খবর। আজ ডবল বোনাস পেতে পারেন সরকারি কর্মচারীরা। তবে বলে রাখা প্রয়োজন কেন্দ্রীয় সরকার একধাক্কায় ডিএ ২৮ শতাংশ করে দিয়েছে। যার কারনে বেড়েছে।
এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হয়েছেন। বেতন আজ অনেকটা বেশি ঢুকবে অ্যাকাউন্টে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে , সরকার বেসিক বেতনের উপর হাউস রেন্ট অ্যালাউন্স এবং ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী ২৫ শতাংশের বেশী ডিএ বেশী হলে হাউন্স রেন্টও বাড়ানোর কথা বলা হয়েছে। আর সেই কারনেই কেন্দ্রীয় সরকার একধাক্কায় বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ১ লা জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কার্যকর করার সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী সরকার। ২৮ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে। কত টাকা বেশী পাওয়া যাবে HRA-তে! হাউস রেন্ট অ্যালাউন্সে পরিবর্তন আনার পর বেশ কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। X’ ক্লাস বিভাগের জন্য House Rent Allowance ২৭ শতাংশ পাবে। Y’ ক্লাস বিভাগের জন্য ১৮ শতাংশ, ‘Z’ ক্লাসের বিভাগের জন্য ৯ শতাংশ হবে। তবে আগে সেটি যথাক্রমে ২৪ শতাংশ, ১৬ শতাংশ এবং ৮ শতাংশ ছিল। কত হতে পারে House Rent Allowance যে সমস্ত শহরে ৫০ লক্ষের বেশি মানুষ বাস করে সেগুলিকে ‘X’ বিভাগে ফেলা হয়। পাঁচ লক্ষের বেশি যে শহরে বসবাসকারী তাঁদের ‘Y’ ক্যাটাগরিতে ফেলা হবে। ৫ লক্ষ্যর কম বসবাসকারী শহর ‘Z’ ক্যাটাগরিতে ফেলতে হবে।
আর ও পড়ুন ব্যারাজের জল ছাড়ার ফলে প্লাবনের আশঙ্কা হাওড়া ও হুগলিতে
এই তিন ক্যাটাগরিতে নুন্যতম House Rent Allowance ৫৪০০, ৩৬০০ এবং ১৮০০ টাকা হবে। এরপরের ধাপে মহার্ঘ ভাতা আরও বৃদ্ধি পেলে House Rent Allowance ও বৃদ্ধি পাবে। অর্থাত্ সেই সময় House Rent Allowance হবে ৩০ শতাংশ। গুরুত্বপূর্ণ তথ্য! 7th Pay Commission এর সুপারিশ অনুযায়ী কর্মচারীদের নুন্যতম বেতন ১৮ হাজার টাকা। বেসিক বেতন ১৫ হাজার টাকা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৮ হাজার টাকার মূল বেতনের উপর 3060 টাকা dearness allowance জুন মাস থেকে ১৭ শতাংশ হারে পাওয়া যাচ্ছে। জুলাই ২০২১ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২৮ শতাংশ ডিএ এর হিসাবে প্রত্যেক মাসে 5040 টাকা পাচ্ছেন। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন 1980 টাকা বেড়েছে। আজ বেতন পাবেন সরকারি কর্মচারীরা। সেখানেই অতিরিক্ত এই টাকা আসবে।