সরকারি উদ‍্যোগে গরিব পরিবারের ৬-৯ মাস বয়সি শিশুদের আনুষ্ঠানিকভাবে মুখে ভাত করা হল

সরকারি উদ‍্যোগে গরিব পরিবারের ৬-৯ মাস বয়সি শিশুদের আনুষ্ঠানিকভাবে মুখে ভাত করা হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৩ নভেম্বর, পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিগনগরে সরকারি উদ‍্যোগে ৬-৯ মাস বয়সি শিশুদের আনুষ্ঠানিকভাবে মুখে ভাত দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গেছে এদিন সিংপাড়া আদিবাসী পাড়া(১৫৩), রথতলা(৯৬), দিগনগর দক্ষিণ পাড়া(৫১) ও মালিদাপাড়া (৫২) নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট  ৭ জন শিশুকে পায়েস খাইয়ে দেন আউশগ্রাম ১ সিডিপিও রিয়া সরকার, আউশগ্রাম ১ জয়েন্ট বিডিও অর্ঘ্য দে ও আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃনালকান্তি রায়।পায়েসের পাশাপাশি সাদাভাত,বেগুন ভাজা,পটল ভাজা,ডিম সিদ্দ্য,মিষ্টি ও দই ও ছিল। প্রশাসনসূত্রে জানা গিয়েছে, প্রতি তিনমাস অন্তর এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেগুলিতে অন্নপ্রাশনের আয়োজন করা হবে।স্থানীয়সূত্রে জানা গিয়েছে, অন্নপ্রাশন দিবস পালনের জন‍্য সিংপাড়া আদিবাসী  অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে এদিন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে ছিলেন আউশগ্রাম ১ ব্লকের অঙ্গনওয়াড়ির সুপারভাইসার সোমা তেওয়াড়ি, রতনা গোস্বামী‘ সোমা দাশ ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।  আউশগ্রাম ১ ব্লকের সিডিপিও রিয়া সরকার বলেন,অন্নপ্রাশন আয়োজনের মধ‍্যদিয়ে শিশুর পরিবারকে সচেতন করা, প্রতিটি শিশুর ৬ মাস বয়সের পর ভারি খাবারের প্রয়োজন হয়,তাই অন্নপ্রাশনের মধ্য দিয়ে আধাশক্ত খাবার খাওয়ানো শুরু করা হয়।পাশাপাশি তিনি বলেন ৬মাসের পর থেকে শুধু মাতৃদুগ্ধ পান করে থাকলে শিশু অপুষ্টিতে ভুগবে।তাই মাতৃদুগ্ধর পাশাপাশি আধাশক্ত খাবার ও খাওয়াতে হবে। এই সচেতন করার এটা একটা বড় উদ‍্যোগ। অন্নপ্রাশনের প্রতিটি শিশুকে একটি করে স্টিলের থালা,বাটি ও চামচ দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top