সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে 10000 টাকা নেবার অভিযোগ গ্রেফতার তৃণমূল যুব নেতা। শনিবার অশোকনগর বিধানসভার গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্কুলে দুয়ারে বিধায়ক অনুষ্ঠান চলছিল মানুষের সাথে জনসংযোগ করে তাদের সমস্যার কথা শুনছিলেন অশোকনগরে বিধায়ক নারায়ন গোস্বামী , সেসময় এক গৃহবধূ আঞ্জুরা বিবি বিধায়ক এর কাছে জানায় তাকে সরকারি ঘর পাইয়ে দেবার নাম করে দু’বছর আগে ওই এলাকার তৃণমূল যুব নেতা আসিফ ইকবাল 10000 টাকা নিয়েছে কিন্তু আজ পর্যন্ত সে ঘর পায়নি, ঘটনার কথা শুনে বিধায়ক নিজে ঘটনাস্থলে বসে অভিযোগ লিখে দেন মহিলাকে এবং যাতায়াত ভাড়া হিসেবে 200 টাকা মহিলাকে দিয়ে বলেন অশোক নগর থানায় লিখিত অভিযোগ করতে,
শনিবার বিকেলে মহিলা অশোকনগর থানার লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে রাতেই তৃণমূলের যুব নেতা আসিফ ইকবাল কে গ্রেপ্তার করে পুলিশ প্রসঙ্গত চলতি মাসের প্রথমে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় একটি কর্মীসভায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের গলায় শোনা গেছিল সরকারি ঘরের জন্য যদি কেউ টাকা চায় তাহলে তাকে শ্রীঘরে যেতে হবে , ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা। যেমন কথা তেমন কাজ মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না তবে শনিবারের ঘটনায় বিধায়কের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ
উল্লেখ্য, শনিবার অশোকনগর বিধানসভার গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্কুলে দুয়ারে বিধায়ক অনুষ্ঠান চলছিল মানুষের সাথে জনসংযোগ করে তাদের সমস্যার কথা শুনছিলেন অশোকনগরে বিধায়ক নারায়ন গোস্বামী , সেসময় এক গৃহবধূ আঞ্জুরা বিবি বিধায়ক এর কাছে জানায় তাকে সরকারি ঘর পাইয়ে দেবার নাম করে দু’বছর আগে ওই এলাকার তৃণমূল যুব নেতা আসিফ ইকবাল 10000 টাকা নিয়েছে কিন্তু আজ পর্যন্ত সে ঘর পায়নি, ঘটনার কথা শুনে বিধায়ক নিজে ঘটনাস্থলে বসে অভিযোগ লিখে দেন মহিলাকে এবং যাতায়াত ভাড়া হিসেবে 200 টাকা মহিলাকে দিয়ে বলেন অশোক নগর থানায় লিখিত অভিযোগ করতে,
শনিবার বিকেলে মহিলা অশোকনগর থানার লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে রাতেই তৃণমূলের যুব নেতা আসিফ ইকবাল কে গ্রেপ্তার করে পুলিশ প্রসঙ্গত চলতি মাসের প্রথমে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় একটি কর্মীসভায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের গলায় শোনা গেছিল সরকারি ঘরের জন্য যদি কেউ টাকা চায় তাহলে তাকে শ্রীঘরে যেতে হবে ,



















