সরকারি ঘোষনার পরেও শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধি না হওয়ার মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানান হারাধন দাস। সরকার ঘোষনা করার পরেও আটমাস হয়ে গেলেও সরকার নির্ধারিত ২৩২ টাকা দৈনিক হাজিরা চালু করেনি চা-বাগান মালিক পক্ষ। এই বিষয় নিয়ে সমস্ত বাগান মালিক পক্ষ থেকে শুরু করে বাগান মালিক সংগঠনকেও অবগত করা হয়েছে।
কিন্তু তার পরেও শ্রমিকদের স্বার্থে মজুরি বাড়ান হয়নি। এর পরে যদি বড় কোন ঘটনা ঘটে তাহলে দায়ী থাকবে বাগান মালিক পক্ষ। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকে অমরপুর চা বাগানে গেট মিটিং এর মধ্যে এমনই হুমকি দিলেন তৃনমূল চা বাগান শ্রমিক ইউনিয়ানের সেন্ট্রান কমিটির ভাইস প্রেসিডেন্ট হারাধন দাস। এদিন অমরপুর চা বাগানে সরকার নির্ধারিত মজুরি চালু করার দাবিতে শাতাধিক চা শ্রমিকদের নিয়ে মিছিল করা হয় বাগানে।
আরও পড়ুন – কালী পূজার প্রতিমা বানাতে জোর ব্যস্ততা কুমোরটুলিতে
পরে বাগানের গেট মিটিং এর মাধ্যমে মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় শ্রমিক ইউনিয়ানের পক্ষ থেকে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হারাধন দাস বলেন, গোটা উত্তরবঙ্গে হাজার খানেক প্রোজেক্ট চা বাগান এবং ২৫ হাজার ক্ষুদ্র চা বাগান আছে। সরকার ২৩২ টাকা দৈনিক হাজারা ঘোষনা করেছে। ইতিমধ্যে বড় বাগান গুলিতে নতুন হাজিরা চালু হয়ে গিয়েছে। কিন্তু বাকি বাগান কর্তৃপক্ষ গুলি সেই হাজিরা চালু করছে না। এই বিষয় নিয়ে সংগঠনের পক্ষ থেকে লেবার অফিস থেকে শুরু করে বাগান মালিক সংগঠন সহ বেশ কিছু জায়গায় জানানর পরেও তা চালু করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারি ঘোষনার