সরকারি নির্দেশিকাকে অমান্য করে দেতার বিক্রি হচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত কয়েক কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ।। অভিযানে বসিরহাট পৌরসভা ও পুলিশ গোডাউন সিল কুড়িজনকে হাতেনাতে পাকড়াও করে ফাইন করা হয়েছে প্লাস্টিক বর্জনে অভিযানের নামলো বসিরহাট পৌরসভা একদিকে টাকি রোড ইতিন্ডা রড সহ বসিরহাট পৌরসভা ও বসিরহাট পুলিশ জেলা ২৩,টি ওয়ার্ডের বিভিন্ন গলিতে বড ফ্লাগ লাগিয়ে প্লাস্টিক বর্জন এর নির্দেশিকা জারি করেছে।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু
কেউ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে তাকে জরিমানা দিতে হবে। বর্জনে এবার বাজারগুলোতে অভিযান শুরু করলো পৌরসভার পাঁচটি প্রতিনিধিদল বসিরহাটের জনবহুল বাজার পুরাতন বাজার ভ্যাবলা বাজার নতুন বাজার হকাস মার্কেট রেজিস্ট্রি অফিস ওষুধের দোকান কলেজপাড়া সহ একাধিক বাজারে সাতসকালে হাজির পৌর আধিকারিকরা। সরেজমিনে প্লাস্টিক বর্জনের অভিযান শুরু একদিকে মাছের বাজার অন্যদিকে সবজি বাজার একাধিক বাজারে কেউ যদি গোপনে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে তার ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা এবং তার বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী সব রকম ব্যবস্থা করবে পৌরসভা।
বাজেয়াপ্ত কয়েক কুইন্টাল ক্যারি ব্যাগ এবার যে কঠিন বর্জ্য পদার্থ কেউ যদি ব্যবহার করে তার সব রকম আইন অনুযায়ী তার একদিকে জরিমানা অন্যদিকে শাস্তি হতে পারে। বাদ যাবে না মনোহারি চেষ্টায় এমনকি ঔষধের দোকানে পর্যন্ত এবার যে রাজ্য সরকার পরিবেশ দূষণ রুখতে গিয়ে কোমড় বেঁধে নেমেছেন তা বলা বাহুল্য কোন রকম ভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। সরকারি নির্দেশিকাকে