নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি ঘোষণা মত সারা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার বৈষ্ণবতীর্থ নদীয়ার নবদ্বীপে চলছে লকডাউন। শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সহ তীর্থ নগরীর সমস্ত জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে।এদিন সকাল থেকে দোকান বাজারে অভিযান চালাচ্ছে পুলিশ। লকডাউন না মানার অপরাধে চলছে ধরপাকড়।নবদ্বীপের পোড়ামা মন্দির বা অন্যান্য মন্দির, আজ কোনো মন্দিরে দর্শনার্থীদের দেখা নেই লকডাউনের জন্য। অন্যদিকে জরুরী পরিষেবা হিসাবে খোলা রয়েছে ফেরিঘাট। তবে এদিন লকডাউন অমান্য করায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ।
সরকারি নির্দেশে চলছে নদীয়া জেলায় লোকডাউন
সরকারি নির্দেশে চলছে নদীয়া জেলায় লোকডাউন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram