সরকারি প্রকল্পের কাজ আটকে দিল গ্রামবাসীরা

সরকারি প্রকল্পের কাজ আটকে দিল গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ৬ ই ফেব্রুয়ারি : দুর্গাপুর শহরের শেষ প্রান্তে দামোদর লাগোয়া প্রাচীন গ্রাম বীরভানপুর l শিল্পাঞ্চলের দূষণের কারণে দূষণ বেড়েছে দামোদর নদেও l তার উপরে আবার নতুন করে জল প্রকল্প ঘিরে দামোদরের ফেলা হচ্ছে প্রচুর পরিমাণে ছাই l এর আগেও একটি বেসরকারি প্রকল্পের জন্য, দামোদর কে বেঁধে একটি জল প্রকল্প করা হয়েছিল l তার পাশেই তৈরি হচ্ছে পি এইচ ই বিভাগের নতুন জলপ্রকল্প l প্রায় ১০০ ডাম্পার ছাই ফেলা হবে দামোদরের বুকে , এমনটাই জানাচ্ছেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার l এর জন্য দামোদরের জলে দূষণ বাড়বে l যার প্রভাব পড়বে পানীয় জলের ক্ষেত্রে l এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় গ্রামবাসীরা ওই জল প্রকল্পের ছাই ফেলার কাজ বন্ধ করে দেয় l তাদের দাবি জল প্রকল্প হোক কিন্তু মাটি ভরাট করে l এত পরিমান ছাই দামোদরে ফেলা হলে প্রচুর পরিমাণে দূষণ বাড়বে দামোদরে l তারা প্রশাসনিক সমস্ত দপ্তর সহ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ইরিগেশন, ডিভিসি সকলকেই লিখিত আকারে প্রতিবাদলিপি জমা দেবেন বলে জানান l যারা এই প্রকল্পের দায়িত্বে কাজ করছেন তাঁরা জানাচ্ছেন ,ছাই ফেলার কাজ আপাতত বন্ধ রয়েছে l তবে শাল কাঠ দিয়ে ঘিরে বালির বস্তা ফেলে তার ওপর ছাই ফেলা হবে l এর ফলে দামোদরে দূষণ হবে না বলে তাদের দাবি l কিন্তু গ্রামবাসিরা এ কথা মানতে নারাজ l তাদের বক্তব্য কোনভাবেই দামোদরের ছাই ফেলতে দেওয়া হবে না l এখন দামোদর কে দূষণের হাত থেকে বাঁচাতে কি পদক্ষেপ নেয় প্রশাসন সেটাই এখন দেখার l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top