সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার জিৎ নগর গ্রামে।। স্থানীয় সূত্রে জানা গেছে মোথাবাড়ি জিতনগড়ে সরকারি রাস্তা নির্মাণ হচ্ছে। সেই রাস্তা সোজা করার পরিবর্তে নিজের বাড়ির সামনে বাঁকা করার দাবি জানাই শংকর মন্ডল। এর ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যাচ্ছিল ওই এলাকায়। এরই প্রতিবাদ করেন স্থানীয় যুবক ক্ষিতীশ মন্ডল। অভিযোগ প্রতিবাদ করায় ওই যুবককে পাথর দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত শংকর মন্ডল সুধাংশ মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা এখনো অধরা।
সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত যুবক
সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত যুবক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram