নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৭ নভেম্বর, সারা বছর রাজনীতির কাজে এক জেলা থেকে আর এক জেলা ছুটতে হয়, তারসঙ্গে খাদ্য দপ্তরের কাজও সামলাতে হয়। সেখান থেকে সময় বার করে নিজের ৬১তম জন্মদিন পালন করলেন হোমের ছোট ছোট শিশুদের সাথে খাদ্য মন্ত্রী জোত্যিপ্রিয় মল্লিক।
রবিবার সকালে হাবড়া বানিপুর হোমের শিশুদের সাথে কেক কাটেন এবং শিশুদের মিষ্টি মুখের পাশাপাশি শীত বস্ত্র দান করেন পাশাপাশি তিনি জানা এবার থেকে প্রতেক বছর এই শিশুদের সাথেই জন্মদিন পালন করবেন। তিনি বলেন শিশুদের সকল অসুবিধার সমস্যা সমাধান করা হবে। এছাড়া তিনি আরও বলেন, ‘এই দপ্তরের মন্ত্রীকেও নিয়ে আসা হবে এখানে যা সমস্যা আছে সমস্ত কিছু সমাধান হবে’।
পাশাপাশি হোমের দায়িত্বে থাকা দিদিমণি জানান, ‘তিনি আপ্লুত, অভিভূত এবং আনন্দিত’।
সরকারী হোমের শিশুদের সাথে ৬১ তম জন্মদিন পালন করলেন খাদ্যমন্ত্রী
সরকারী হোমের শিশুদের সাথে ৬১ তম জন্মদিন পালন করলেন খাদ্যমন্ত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram