সরকার ট্রেন চালাচ্ছে না। কিন্তু ইভিএম ডেটা ডিলিট করতে উদ্যোগ সরকারের সন্দেহ হয়: দিলীপ ঘোষ

সরকার ট্রেন চালাচ্ছে না। কিন্তু ইভিএম ডেটা ডিলিট করতে উদ্যোগ সরকারের সন্দেহ হয়: দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা:- ইভিএম মেশিন ডিলিট প্রসঙ্গে:- সরকার ট্রেন চালাচ্ছে না। কিন্তু ইভিএম ডেটা ডিলিট করতে উদ্যোগ সরকারের সন্দেহ হয়। কীসের তাড়া?? প্রার্থীরা কেস করছেন তাই। কল্যাণ চৌবে সহ অনেকেই আবেদন করবেন। কিন্তু ডিলিট করার এত তাড়া কেন???
বাস চলছে না অসহায় মানুষ প্রসঙ্গে :- একমাত্র সমাধান হলো ট্রেন আর মেট্রো চলা। রাজ্য সরকার ট্রেন চালাতে অনুমতি দিচ্ছে না। বাস চালাতে অপারগ। মানুষ নাজেহাল হচ্ছে।
আগামী কালকের পুরসভা অভিযান প্রসঙ্গে:- পুলিশ পুলিশের কাজ করবে। বিরোধীরা বিরোধীর কাজ করবে। আন্দোলনের পথে থাকব। এত বড় দুর্নীতি সবাই চুপ থাকবে?? বাংলা তো নিজের মেয়েকে চায়নি।উনিও অনৈতিকভাবে বসে আছেন। দেবাঞ্জনের সঙ্গে নেতা-মন্ত্রীদের ছবি বেরোচ্ছেঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরা প্রসঙ্গে :- বারুইপুর শিবিরে যাবেন। ক্যানিং পূর্বের ওদের কী হাল! মানুষ ফিরতে চায়। আদালত ফেরাতে বলেছে। কিন্তু তৃণমূল ফোন করে হুমকি দিচ্ছে। বাড়ি গেলেই ৫০-৬০ হাজার টাকা চাইছে। নাহলে মার্ক

সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ব্যাংক প্রসঙ্গে, এগুলো অরাজনৈতিক বলা হয়। কোন না কোন রাজনৈতিক দলের লেজুড়। সরকারকে সাহায্য করতেই তৈরি করেছিল। তখন এই ধরনের ঘটনা ঘটে এরকম ছোটখাটো চেঞ্জ হয়।

মালদা এর রুপশ্রীতে দালালচক্র প্রসঙ্গে:-
— তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিছু হয় না। তার আরেকটা নজির পাওয়া গেল। এ আর নতুন কি! তেলের দাম বাড়ে কমে। ৭৫ ডলার ব্যারেল। দাম বাড়বেই। লোকে কিনছে, দাম বাড়ছে।

কামারহাটি তে গুলি চালায় প্রসঙ্গে মদন মিত্র বলেছেন, ডানহাতের সঙ্গে বাম হাতের লড়াই। এ ওদের নিজস্ব লড়াই। যাদের ক্ষমতায় জিতেছে, তাদের ক্ষমতা দেখাচ্ছে। হঠাৎ ভেসে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top