বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন সুব্রত ঠাকুর। মতুয়াদের নিয়ে বিজেপির অন্দরে সংকট ক্রমশ দানা বাঁধছে। প্রতিদিনই বিজেপির সঙ্গে একটু একটু করে দূরত্ব বাড়ছে মতুয়াদের। সেখানে দাঁড়িয়ে মতুয়া ঘনিষ্ঠ বিজেপি বিধায়করা মতুয়া স্বার্থে এককাট্টা হতে শুরু করেছেন। বিজেপিতে থেকে বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন বিজেপি বিধায়করা।
গত কয়েকদিন ধরে মতুয়া সম্প্রদায়ের স্বার্থকে তুলে ধরে বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং ঠাকুরবাড়ির সদস্য তথা শান্তনুর দাদা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সহ মতুয়া ঘনিষ্ঠ বিধায়করা বিজেপি নেতৃত্বের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। গত কয়েকদিনে তারা দফায় দফায় বৈঠক এবং নিজেদের মধ্যে বনভোজন সহ ঐক্যের ছবিকে আরও পাকাপোক্ত করেছেন। সেখানে দাঁড়িয়ে সোমবার ফের একবার মতুয়া সম্প্রদায়ের স্বার্থ নিয়ে সরব হলেন ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর।
তিনি জানান, বর্তমানে কোভিড সহ নানা কারণে সিএএ প্রক্রিয়া লাগু করার ক্ষেত্রে দেরি হচ্ছ। যার ফলে ভুল বার্তা যাচ্ছে মতুয়াদের কাছে৷ দ্রুত বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করা হবে। যাতে তাড়াতাড়ি সি এ এ লাগু করা যায় তারজন্য সমস্তরকমের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই বিষয়ে শীঘ্রই আলোচনায় বসবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।
আর ও পড়ুন বিপর্যয় কাটিয়ে ফের শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করলো টয় ট্রেন
ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বসে একথা বলেন গাইঘাটার বিধায়ক কথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর এর ভাই সুব্রত ঠাকুর। তবে মতুয়াদের দাবি পূরণ না হলে মতুয়ারাবিকল্প রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেকি না সেই প্রসঙ্গে তিনি বলেন, এরকম কোন প্রসঙ্গ নেই। তবে মতুয়াদের স্বার্থ রক্ষার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
এদিকে এদিন সিএএ নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন হরিনঘাটার বিধায়ক অসিম সরকার। প্রতিদিনই কার্যত বিজেপির উপর বিদ্রোহের আঁচ বাড়ছে মতুয়া অন্দরে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং মতুয়া ঘনিষ্ঠ বিজেপি বিধায়করা প্রকাশ্যে বিদ্রোহের কথা স্বীকার করে না নিলেও তারা যে আড়াআড়িভাবে বিজেপির উপর মতুয়া স্বার্থ নিয়ে চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে তা স্পষ্ট। ফলে অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে।