সরস্বতী মূর্তী নিয়ে মন্তব্য করে হিন্দুদের তোপের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য

সরস্বতী মূর্তী নিয়ে মন্তব্য করে হিন্দুদের তোপের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সরস্বতী

সরস্বতী মূর্তী নিয়ে মন্তব্য করে হিন্দুদের তোপের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  হিন্দু সম্প্রদায়ের তোপের মুখে পড়লেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  মূলত   সরস্বতী প্রতিমাকে ‘‌পুতুল’‌ বলে কটাক্ষ করলেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশরঞ্জন ভট্টাচার্যের  এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় মুখর হয়েছেন  বহু মানুষ। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ঘটনায় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই।

 

 

সরস্বতী মূর্তি নিয়ে বাম নেতা  বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‌গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে এআইসিটিইএর দপ্তরে গিয়েছিলাম আমি। এআইসিটিইএ দপ্তরটি খুব সুন্দর এক বিশাল ইমারত। প্রবেশদ্বারেই দেখলাম একটি সুন্দর বিশালাকার পুতুল ,হাতে রয়েছে তার বীনা। সেই পুতুলে পুষ্পার্ঘ্য দেওয়ার অনুরোধ আমি সবিনয়ে প্রত্যাখ্যান করি। তারপর বুঝলাম ওটি সরস্বতীর প্রতিমা।’‌

 

আর ও  পড়ুন    হারাতে চান কোনো মায়াবী নীল সুন্দরী অরণ্যে? তাহলে ঘুরে আসুন এখানে

 

বিকাশ বাবু বলেন, ‘‌ব্রিটিশ মিউজিয়ামের প্রবেশদ্বারে বিজ্ঞানী নিউটনের মূর্তি রেখেছেন তাঁরা আর আপনারা তো আর্যভট্ট, চরক, শুশ্রত এ ধরনের কারও মূর্তি রাখতে পারতেন। কিন্তু তা তো রাখেননি আপনারা। সরস্বতীর মূর্তি রেখেছেন দেখছি। এআইসিটিইএর সভাপতি এ বিষয়ে অসহায়তার কথাই তুলে ধরলেন আমার কাছে।’‌  বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ‘‌বিজ্ঞান সেবক নয়, কল্পিত দেবী মূর্তি স্থাপনা যাদের লক্ষ্য তাঁরা দেশ কে এগিয়ে নিয়ে যাবে এটা কী আদৌ সম্ভব?’‌

 

স্বাভাবিকভাবেই   বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্যে  গর্জে উঠছেন সনাতন হিন্দু ধর্মাম্বলীরা। এর আগেও প্রকাশ্যে গোমাংস খেয়ে  হিন্দু ধর্মাবলম্বীদের আক্রমণ করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

 

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের তোপের মুখে পড়লেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  মূলত   সরস্বতী প্রতিমাকে ‘‌পুতুল’‌ বলে কটাক্ষ করলেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশরঞ্জন ভট্টাচার্যের  এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় মুখর হয়েছেন  বহু মানুষ। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ঘটনায় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই।  সরস্বতী মূর্তি নিয়ে বাম নেতা  বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‌গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে এআইসিটিইএর দপ্তরে গিয়েছিলাম আমি। এআইসিটিইএ দপ্তরটি খুব সুন্দর এক বিশাল ইমারত। প্রবেশদ্বারেই দেখলাম একটি সুন্দর বিশালাকার পুতুল ,হাতে রয়েছে তার বীনা। সেই পুতুলে পুষ্পার্ঘ্য দেওয়ার অনুরোধ আমি সবিনয়ে প্রত্যাখ্যান করি। তারপর বুঝলাম ওটি সরস্বতীর প্রতিমা।’‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top