নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ২৩ শে জানুয়ারী : চাঁদা দিতে অস্বীকার, দড়ি জড়িয়ে দেওয়া স্কুল পড়ুয়াদের গলায় । সরস্বতী পুজোর চাঁদা দিতে অস্বীকার করলেই গলায় জড়িয়ে দেওয়া হচ্ছে দড়ি। পর পর এমন দুটি ঘটনা ঘটলো সিউড়ির চাঁদনীপাড়ার একই জায়গায়। প্রথম ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায়, ফের আজ ঘটনার পুনরাবৃত্তি। গতকালকের ঘটনায় আহত পারমিতা চট্টোপাধ্যায় নামে নবম শ্রেণির এক ছাত্রী।
গতকাল সন্ধ্যায় পর বৃহস্পতিবার অর্থাৎ আজ একইভাবে পাড়ার মাঝে স্কুটি চেপে যাওয়ার সময় সরস্বতী পূজোর নাম করে চাঁদা চাওয়া হলে সেই চাঁদা দেওয়া অস্বীকার করার পর স্কুটির পিছনে বসে থাকা স্বপ্ননীল চৌধুরী নামে এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রের গলায় দড়ি জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো। ঘটনায় ওই ছাত্র গুরুতর আহত।
বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শর্মিষ্ঠা ভান্ডারী নামে এক গৃহ শিক্ষিকার কাছে ওই ছোট্ট পড়ুয়া টিউশন পড়ার জন্য বাড়িতে আসে। পড়া হয়ে যাওয়ার পর ওই গৃহশিক্ষিকা ওই ছাত্রটিকে নিয়ে বাড়িতে পৌঁছাতে যাচ্ছিলেন স্কুটি চরে। ঠিক সে সময় চাঁদনী পাড়ার কাছে কয়েকজন ছোট ছোট ছেলের সাথে একজন মহিলা তাদের স্কুটি আটকায় সরস্বতী পুজোর চাঁদার জন্য। কিন্তু ওই গৃহ শিক্ষিকার চাঁদা না দেওয়ার কথা জানালে ঠিক গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি দড়ি ওই ছাত্রের গলায় দড়ি জড়িয়ে দেওয়া হয়।
গৃহ শিক্ষিকা শর্মিষ্ঠা ভান্ডারীর অভিযোগ, “প্রথমে রাস্তায় দড়ি দিয়ে আমাদের আটকালে আমরা চাঁদা দিতে অস্বীকার করি। তারপর চলে আসার সময় ফের দড়ি দিয়ে আটকায়। ঠিক তার পরেই স্কুটি স্টার্ট করে যেতে শুরু করলেই গলায় জড়িয়ে দেওয়া দড়ি। তাতে গলার বেশ কিছুটা অংশ কেটে গেছে।”
ঘটনার পর ওই গৃহ শিক্ষিকা ও ওই ছাত্রের মা সিউড়ি থানায় এসে মৌখিকভাবে একটি অভিযোগ জানায়। পাশাপাশি গতকাল সন্ধ্যার ঘটনার পরিপ্রেক্ষিতেও পারমিতার বাবা থানায় আসেন। আহত ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য।