সর্বহারা থেকে ‘সর্বজয়া’ হয়ে ওঠার গল্প ‘

সর্বহারা থেকে ‘সর্বজয়া’ হয়ে ওঠার গল্প ‘

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সর্বজয়া

সর্বহারা থেকে ‘সর্বজয়া’ হয়ে ওঠার গল্প । এবার গৌরিবেড়িয়া সর্বজনীনের গোটা মণ্ডপ জুড়ে বলবে সর্বজয়ার গল্প। গোটা মণ্ডপ জুড়ে তৈরি করা হয়েছে আটটি স্তম্ভ। একেকটা স্তম্ভ সমাজের এক একটা পেশার প্রতীক। আছে তাঁতি, কুমোর, চাষি সহ একাধিক পেশার মানুষের আদলে তৈরি হচ্ছে স্তম্ভ। এবারের পুজোয় ৮৮ তম বর্ষে পদার্পণ করল গৌরিবেড়িয়া সর্বজনীন। এবারে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ৪ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যা দিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

 

সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে। গৌরিবেড়িয়া সর্বজনীন ‘সর্বজয়া’ হল সমস্ত বাধা-বিঘ্ন অতিক্রম করে নিজেদের জীবন অতিবাহিত করেন যাঁরা, নিজেদের জীবনযাত্রাকে অক্ষুণ্ণ রাখেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই ‘সর্বজয়া’।

 

এই বছর গৌরিবেড়িয়া সর্বজনীন শোনাবে সেই ‘সর্বজয়া’-এর গল্পই। পুজোর আবহে জীবনকে নতুন করে আঁকড়ে ধরতে, জীবনে অভিনন্দিত করতেই শেখাতে চাইছে গৌরিবেড়িয়া সর্বজনীন। শিল্পীর কথায়, ‘একটা বিপদ অর্থে বজ্রপাত এবং একটা আক্ষরিক অর্থে বজ্রপাত, এই দুইয়ের সঙ্গেই যাঁরা প্রতিনিয়ত লড়াই করছেন, মূলত তাঁদেরকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। গৌরিবেড়িয়া সর্বজনীনের এক উদ্যোক্তার কথায়, ‘এই বজ্রপাতকে দেখানোর জন্য আমরা একটা চরিত্রকে সামনে রেখেছি। এই চরিত্রের নাম হল সর্বজয়া। বিপদের মুখে পড়ে সর্বজয়া সর্বহারা হয়েছে। সেই সর্বহারা অবস্থা থেকে সে ফের কীভাবে সর্বজয়া হল, সেই গল্পটিই আমাদের এই মণ্ডপে থাকবে।’

 

আর ও  পড়ুন  অক্টোবরে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগেই সেরে রাখুন 

 

উল্লেখ্য, এবার গৌরিবেড়িয়া সর্বজনীনের গোটা মণ্ডপ জুড়ে বোলোবে বলবে সর্বজয়ার গল্প। গোটা মণ্ডপ জুড়ে তৈরি করা হয়েছে আটটি স্তম্ভ। একেকটা স্তম্ভ সমাজের এক একটা পেশার প্রতীক। আছে তাঁতি, কুমোর, চাষি সহ একাধিক পেশার মানুষের আদলে তৈরি হচ্ছে স্তম্ভ।

 

এবারের পুজোয় ৮৮ তম বর্ষে পদার্পণ করল গৌরিবেড়িয়া সর্বজনীন। এবারে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ৪ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যা দিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top