Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Packet food can bring danger to the development of the child's brain!

শিশুর মস্তিষ্কের বিকাশে সর্বনাশ ডেকে আনতে পারে প্যাকেট ফুড !

শিশুর মস্তিষ্কের বিকাশে সর্বনাশ ডেকে আনতে পারে প্যাকেট ফুড !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সর্বনাশ

শিশুর মস্তিষ্কের বিকাশে সর্বনাশ ডেকে আনতে পারে প্যাকেট ফুড ! আজকাল বেশিরভাগ মায়েরাই চাকুরীজীবী। ফলে তাদের এক হাতে ঘর ও বাইর দুই সামলাতে হয়। সঠিক ভাবে রান্না করারও সময়ই নেই। তাই ধীরে ধীরে জমে ওঠে জাঙ্কফুডে প্রেম।

 

নিজের সন্তানের মুখেও তুলে দেন ফাস্টফুড অর্থাৎ প্যাকেটের খাবার। বার্গার, চিপসে অভ্যস্ত হতে থাকে শিশু।আর এখানেই যত বিপদ লুকিয়ে।  ঘন ঘন অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খাওয়ার ফলে শিশু স্বাস্থ্যের বিকাশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন প্যাকেটজাত খাবার খেতে থাকলে জাঁকিয়ে বসতে থাকে জটিল সব রোগ। উচ্চ তাপমাত্রায় তৈরি খাবার এবং প্রক্রিয়াজাত খাবারে সাধারণত উচ্চমাত্রার ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাট হার্ট ও ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর।

 

আর ও পড়ুন    এই শাড়ি পরাও যায়, খিদে পেলে খাওয়াও যায় ! গল্প নয়, সত্যি

 

যাঁদের খাদ্য তালিকায় বার্গার, ফ্রাই, পটেটো চিপস বা কোল্ড ড্রিঙ্কসের মতো খাবার নিয়মিত থাকে, তাঁদের মস্তিষ্কে প্রভাব বেশি পড়ে। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই কারণে ২০১৮ সালেই আমেরিকায় আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ হয় ট্রান্সফ্যাটসমৃদ্ধ খাবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, খাবারে সর্বোচ্চ ০.২ শতাংশ ট্রান্সফ্যাট গ্রহণ করা যেতে পারে। এর বেশি হলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

 

উল্লেখ্য বর্তমানে শিশুরা প্যাকেটজাত খাবারে বেশি আগ্রহ দেখাচ্ছে। বেশিরভাগ পরিবারে বাবা ও মা কর্মজীবী। তাই তারা ঠিকমতো সন্তানের যত্ন নিতে পারেন না। ঘরে ও বাইরের কাজ সামলানোর মারাত্মক চাপ। তাই রান্না করার সময়ই নেই।

 

নিজের কাজের ফাঁকে দুপুরের খাবারটা যেমন দ্রুত সেরে নেন, তেমনই বিকালের টিফিনেও থাকে প্রক্রিয়াজাত খাবার। বাবা-মা কর্মজীবী হওয়ায় শিশুর খাবারের বিষয়েও সতর্ক থাকতে পারেন না অনেক সময়। এত করে শিশু ঝুকে পড়ে ফাস্টফুড ও প্যাকেটজাত খাবারের দিকে। বার্গার, চিপসে অভ্যস্ত হয়ে যাচ্ছে শিশুরা। অতিরিক্ত প্যাকেট ফুড, ফাস্টফুড খাওয়ার ফলে শিশু স্বাস্থ্যের বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

উল্লেখ্য, শিশুর মস্তিষ্কের বিকাশে সর্বনাশ ডেকে আনতে পারে প্যাকেট ফুড ! আজকাল বেশিরভাগ মায়েরাই চাকুরীজীবী। ফলে তাদের এক হাতে ঘর ও বাইর দুই সামলাতে হয়। সঠিক ভাবে রান্না করারও সময়ই নেই। তাই ধীরে ধীরে জমে ওঠে জাঙ্কফুডে প্রেম।

 

নিজের সন্তানের মুখেও তুলে দেন ফাস্টফুড অর্থাৎ প্যাকেটের খাবার। বার্গার, চিপসে অভ্যস্ত হতে থাকে শিশু।আর এখানেই যত বিপদ লুকিয়ে।  ঘন ঘন অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খাওয়ার ফলে শিশু স্বাস্থ্যের বিকাশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন প্যাকেটজাত খাবার খেতে থাকলে জাঁকিয়ে বসতে থাকে জটিল সব রোগ।

 

উচ্চ তাপমাত্রায় তৈরি খাবার এবং প্রক্রিয়াজাত খাবারে সাধারণত উচ্চমাত্রার ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাট হার্ট ও ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top