দক্ষিন 24 পরগণা – অসমে অনুষ্ঠিত অয়েল ইন্ডিয়া গোল্ড কাপে ফের সোনা জিতল ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার ফাইনালে শিলং লাজং এফসিকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণবঙ্গের এই দলটি। সারা প্রতিযোগিতা জুড়েই দুরন্ত ধারাবাহিকতা বজায় রেখেছিল মিকেল কোর্তাজারের ছেলেরা। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল ডায়মন্ড হারবার। প্রথমার্ধে ব্রাইট এনাখোবা ও জবি জাস্টিনের দুটি গোলেই জয় নিশ্চিত করে নেয় তারা। দ্বিতীয়ার্ধে শিলং লাজং মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য, কিন্তু ডায়মন্ড হারবারের শক্ত রক্ষণভাগের কাছে শেষ পর্যন্ত ব্যর্থ হয় পাহাড়ি দলটি।
আই লিগে নামার আগে নিজেদের প্রস্তুতিকে আরও মজবুত করতেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। কয়েক মাস আগেই ডুরান্ড কাপে প্রথমবার খেলতে নেমে ফাইনালে পৌঁছে নজর কাড়ে দলটি। সেই ধারাই অব্যাহত রাখল তারা অয়েল ইন্ডিয়া গোল্ড কাপে।
ম্যাচ শেষে ডায়মন্ড হারবার এফসির সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “আই লিগের আগে এই ধরনের টুর্নামেন্টে খেলতে চাই দলকে আরও গড়ে তুলতে। শুধু এই প্রতিযোগিতাই নয়, সামনে আরও ভালো টুর্নামেন্ট পেলে আমরা অংশ নেব।”
এই জয়ের ফলে আই লিগে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছে জবি জাস্টিন ও তাঁর সতীর্থরা। ডায়মন্ড হারবার এখন যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক দল হয়ে উঠছে, তা আবারও প্রমাণ করল তাদের সর্বশেষ এই চ্যাম্পিয়ন হওয়া।




















