নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২ নভেম্বর,২০২০: আগামী ৯ তারিখ বেলা ১২টার সময় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের আগে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। এই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবে কমিশন। আগামী ১৮ নভেম্বর সর্বশেষ ভোটের তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তাই তার আগে ভোটের তালিকার খসড়া নিয়ে বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।