‘সর্ষের তেল মেখেছো কেন এত’? ‘ওয়েট লুকস’-এ টোলড শুভশ্রী

‘সর্ষের তেল মেখেছো কেন এত’? ‘ওয়েট লুকস’-এ টোলড শুভশ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন-বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের চেহারা, পোশাক নিয়ে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয়। আর সেই তালিকায় নাম রয়েছে প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অভিনয় ও সংসার দুটোই দক্ষ হাতে সামলান নায়িকা। কিন্তু মাঝে মধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় শুভশ্রীকে। সম্প্রতি এসভিএফ-হইচইয়ের এক ইভেন্টে গিয়ে নায়িকার লুকস দেখে তাঁকে নিয়ে কটাক্ষ শুরু হয় সোশ্যাল মিডিয়া পেজে। সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফ এবং হইচইয় ‘গল্পের পার্বণ ১৪৩২’ নামে একটি বড় ইভেন্টের আয়োজন করেছিল। সেখানেই উপস্থিত ছিলেন নায়িকা। সেখানে তিনি ‘ওয়েট লুক’-এ নিজেকে সাজিয়ে তুলেছিলেন। সাদা রঙের অফ শোল্টার গাউন পরেছিলেন, সঙ্গে লাল লিপস্টিক আর জেল দেওয়া খোলা চুল। খোলা শরীর তেলতেলে। এরকম ওয়েট লুকসে ছবি দিতেই ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীতে।



কেউ লিখেছেন, দিদি কি মাথায় নারকেল তেল মাখসো। আবার কেউ লেখেন, এত তেল কেউ মাখে। কেউ লেখেন, এত তেল মেখে কেন এসেছো। আর একজন লেখেন, সর্ষের তেল মেখেছে কেন এত। যদিও এইসব ট্রোল-কটাক্ষের কোনও জবাব শুভশ্রী দেননি। প্রসঙ্গত, কখনও ওজন বৃদ্ধি তো কখনও দেহের গঠন কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার জন্যও ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। তবে বরাবরই নেতিবাচক মন্তব্যকে এড়িয়ে চলেন শুভশ্রী। কিন্তু তাও নেটিজেনদের বাক্যবাণ অব্যহত।


এসভিএফ ও হইচই ব্যানারের অন্তর্গত শুভশ্রীর সিনেমা ও সিরিজ আসতে চলেছে। জানা যাচ্ছে, ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ সাংবাদিকের চরিত্রে দেখা যেতে চলেছে শুভশ্রীকে। ‘ক্রাইম জার্নালিজম’কে কেন্দ্র করে আসছে অদিতি রায় পরিচালিত ‘অনুসন্ধান’। ইতিমধ্যেই এই সিরিজের ঘোষণা আনুষ্ঠানিকভাবে হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ‘হইচই’-এর ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর দ্বিতীয় ওয়েব সিরিজে খুব শীঘ্রই কাজ শুরু করবেন শুভশ্রী। অপরদিকে, এসভিএফের প্রযোজনায় নির্ঝর মিত্র পরিচালিত চোর পুলিশ ডাকাত বাবু আসছে। যেখানে আবির ও অনির্বাণের সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top