সলমনের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়েছিলেন এই সব সেলেবরা, কেন? জানতে দেখুন আমাদের এই প্রতিবেদনটি। দেখুন সে তালিকা যাদের সঙ্গে সলমনের তুমুল ঝামেলা হয়েছিল।
ঐশ্বর্য রাই
‘হাম দিল দে চুকে সনম’ ফিল্মের সেট থেকে অ্যাশের সঙ্গে প্রেম পর্ব ছিল সলমনের। এদিকে, শোনা যাচ্ছিল সম্পর্কে থাকাকালীন অ্যাশের সঙ্গে বহুবার অভব্য আচরণ করতেন সলমন। যা একটা পর্যায়ের পর কার্যত মাত্রা ছাড়িয়ে যায়। ফলে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অ্যাশ। পরে বচ্চন পরিবারের ঘরনী হন তিনি। এদিকে, সলমন সেই সম্পর্ক ভাঙার পর থেকে আর অ্যাশের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি।
শাহরুখ খান
ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে যে সলমন ও শাহরুখের কত বড় সংঘাত তৈরি হয় , তা নিয়ে বেশ কয়েকটি জায়গায় বহু লেখালিখি হয়। বহু ধরনের আলোচনা হয় দুই তারকার নাম নিয়ে। এই পরিস্থিতিতে জানা যায়, নিজেদের পেশাগত জীবন নিয়ে সলমন খান ও শাহরুখ খানের মধ্যে প্রবল সংঘাত শুরু হয়। আর সেই জায়গা থেকেই পেশাগত প্রতিদ্বন্দ্বিতা উঠে আসে শাহরুখ ও সলমনের মধ্যে।
আর ও পড়ুন অক্টোবরে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগেই সেরে রাখুন
এ আর রহমান
অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমানের সঙ্গেও সংঘাত রয়েছে সলমেনর। মূলত, এ আর রহমান সেভাবে সংঘাত বা বিতর্কে থাকেন না। তবে তাঁর পরিচালিত গান ‘জয় হো’ র শব্দগুলি নিয়ে সলমন খান ‘জয় হো’ ছবিটি নির্মাণ করায় এক আইনি নোটিস রহমান পাঠান সলমনকে। যার জেরেই ক্ষুব্ধ হন সলমন। এরপর সেভাবে বলিউডে রহমানকে সঙ্গীত পরিচালনা করতে দেখা যায়নি। সলমন একজায়গায় মন্তব্য করেন যে, তিনি এ আর রহমানের গান ঠিক বোঝেন না।
বিবেক ওবেরয়
এদিকে, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিবেক ওবেরয়ের প্রেম নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন সলমন। কারণ এই প্রেমপর্ব শুরুর আগে থেকে সলমনের সঙ্গে ঐশ্বর্যর প্রেম ছিল। আর তা ভেঙে অ্যাশ নিজেই বেরিয়ে আসেন। এরপর বিবেকের বিরুদ্ধে প্রবল ফুঁসে ওঠেন সলমন। বিবেক অভিযোগ তোলেন যে, সলমন তাঁকে বহুবার নানান ধরনের হুমকি দিয়েছেন। যদিও পরে দুজনের মধ্যে সংঘাতের আবহ চলে যায়, বিবেক ক্ষমা প্রার্থনা করে নেন।
রণবীর কাপুর
ক্যাটরিনা কাপুরের সঙ্গে রণবীর কাপুরের প্রেম পর্ব নিয়ে খুব একটা খুশি ছিলেননা সলমন। ক্যাটরিনা এককালে সলমনের বান্ধবী ছিলেন। পরে সলমনের সঙ্গ ছেড়ে ক্যাট রণবীরকে আপন করে নেন। এরপর আর সলমন বিষয়টিকে সহজে নিতে পারেননি বলে দাবি বহু সূত্রের। বহু অনুষ্ঠানে সলমন ও রণবীপ কাপুর একে অপরকে এড়িয়ে যান।
সঞ্জয়লীলা বনশালী
সলমন খান ‘প্রেস্টিজ’ ছবিটির একটি রিমেক তৈরি করতে চাইছিলেন। ছবির সিডি তিনি সঞ্জয়লীলা বনশালীর কাছে তুলে দেন। পরে সঞ্জয় আর সলমনের সঙ্গে ছবির বিষয়ে কথা বলেননি। এরপর সলমন বেশ ক্ষুব্ধ হন। সঞ্জয় ছবিটির রিমেকে হৃতিককে কাস্ট করেন। এরপর আর সঞ্জয় ও সলমনের সম্পর্ক আগের মতো ছিল না।
বিবেক ওবেরয়
এদিকে, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিবেক ওবেরয়ের প্রেম নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন সলমন। কারণ এই প্রেমপর্ব শুরুর আগে থেকে সলমনের সঙ্গে ঐশ্বর্যর প্রেম ছিল। আর তা ভেঙে অ্যাশ নিজেই বেরিয়ে আসেন। এরপর বিবেকের বিরুদ্ধে প্রবল ফুঁসে ওঠেন সলমন। বিবেক অভিযোগ তোলেন যে, সলমন তাঁকে বহুবার নানান ধরনের হুমকি দিয়েছেন। যদিও পরে দুজনের মধ্যে সংঘাতের আবহ চলে যায়, বিবেক ক্ষমা প্রার্থনা করে নেন।