সলমন খান অরিজিৎ সিং আসছেন কলকাতায়! কলকাতার ইকোপার্কে কি অভিনেতা গায়কদের দেখা যাবে অনুষ্ঠান করতে? এরকম কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে সলমনের অনুষ্ঠানের টিকিটের দাম আকাশচুম্বী। সলমন খান ইকো পার্কে আসছে জানুয়ারিতে। ভিআইপি টিকিটের সর্বোচ্চ মূল্য তিন লাখ টাকা। অরিজিৎ সিং ইকোপার্কে আসছে ফেব্রুয়ারিতে।
টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল চল্লিশ হাজার, বর্তমানে সেটা বেড়ে হয়েছে পঁচাত্তর হাজার। কিন্তু অরিজিৎ সিংকে নিয়ে কি খিল্লিটাই হল কদিন। এটাই অবশ্য প্রত্যাশিত ছিল। এক বাঙালি যদি আরেক বাঙালিকে টেনে নীচে নামানোর চেষ্টা না করে, তাহলে সে কিভাবে কাঁকড়াদের নাম উজ্জ্বল করবে? যারা টিকিট কেটে অরিজিতের কনসার্টে যাচ্ছে, তাদেরকেও তো চোর-জোচ্চোর-কালো টাকার মালিক-পার্থর ভাইপো কত নামেই সম্বোধিত হতে শুনলাম। যদিও ওদের রাগ বাঙালির ছেলে অরিজিতের ওপরে ওঠা নিয়ে।
সল্লু ভাই, বিটিএস, জাস্টিন বিবার, শাকিরার কনসার্টের মূল্য কোটি টাকা হয়ে গেলেও ওদের আপত্তি নেই। কিন্তু বক্তব্য এটা নয়। অনেকে বলছিল, ষাট হাজার টাকা দিলে নাকি অরিজিৎ দার কোলে উঠে গান শোনা যাবে। তাহলে তাদের কাছে একটাই প্রশ্ন, পাঁচ লাখ টাকা দিলে কি সলমন ভাইয়ের পাশে বসে ফুটপাথে গাড়ী চালানো যাবে। এইধরণে কথাও বলছেন দুর্মুখরা।
আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা
উল্লেখ্য, কলকাতার ইকোপার্কে কি অভিনেতা গায়কদের দেখা যাবে অনুষ্ঠান করতে? এরকম কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে সলমনের অনুষ্ঠানের টিকিটের দাম আকাশচুম্বী। সলমন খান ইকো পার্কে আসছে জানুয়ারিতে। ভিআইপি টিকিটের সর্বোচ্চ মূল্য তিন লাখ টাকা। অরিজিৎ সিং ইকোপার্কে আসছে ফেব্রুয়ারিতে। টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল চল্লিশ হাজার, বর্তমানে সেটা বেড়ে হয়েছে পঁচাত্তর হাজার। কিন্তু অরিজিৎ সিংকে নিয়ে কি খিল্লিটাই হল কদিন। এটাই অবশ্য প্রত্যাশিত ছিল।
এক বাঙালি যদি আরেক বাঙালিকে টেনে নীচে নামানোর চেষ্টা না করে, তাহলে সে কিভাবে কাঁকড়াদের নাম উজ্জ্বল করবে? যারা টিকিট কেটে অরিজিতের কনসার্টে যাচ্ছে, তাদেরকেও তো চোর-জোচ্চোর-কালো টাকার মালিক-পার্থর ভাইপো কত নামেই সম্বোধিত হতে শুনলাম। যদিও ওদের রাগ বাঙালির ছেলে অরিজিতের ওপরে ওঠা নিয়ে। সল্লু ভাই, বিটিএস, জাস্টিন বিবার, শাকিরার কনসার্টের মূল্য কোটি টাকা হয়ে গেলেও ওদের আপত্তি নেই। কিন্তু বক্তব্য এটা নয়।