নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ জানুয়ারি, প্রতিদিনের মত এদিন বিএফ পার্কে ভ্রমণ করতে যান ওই ব্যক্তি। স্থানীয় লোকজন তারা দেখেন পার্কের এক পাশে মাঝ বয়সী এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তারা বিধান নগর উত্তর থানায় ফোন করে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম যোগেন্দ্র শর্মা তিনি বিহারের গয়া জেলার বাসিন্দা। তিনি সল্টলেক সিএফ ব্লকে একটি নির্মাণ বিল্ডিংয়ে কাজ করত। আজ তাদের ছুটি ছিল খাওয়া দাওয়া করার পর তিনি ওই পার্কে গেছিলেন তখনই তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর উত্তর থানার পুলিশ ইতিমধ্যে যোগেন্দ্র শর্মার সহকর্মীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিধান নগর উত্তর থানার পুলিশ।