সল্টলেকের সেন্ট্রাল পার্কে দাড়িয়ে যা বিললেন দিলীপ ঘোষ। জুট শিল্প নিয়ে তৃণমূল সুখেন্দু শেখর রায়ের চিঠি পীযূষ গোয়েল কে এই প্রসঙ্গে বলেন ভালো কথা যদি সত্যি সত্যি মনে করেন জুটের উন্নতি হওয়া উচিত জুটের সঙ্গে যুক্ত শ্রমিক শিল্পপতি চাষীদের স্বার্থ রক্ষা করা উচিত টিএমসি কেন আগে রাস্তায় নামেনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেন নি অর্জুন সিং যে প্রশ্নগুলো তুলেছেন তা সমাধান হওয়া উচিত আমি বারবার বলছি ত্রিপাক্ষিক বৈঠক হওয়া উচিত।
বিধানসভায় মুকুল রায়ের দত্তক নিয়ে শুনানি প্রসঙ্গে চলতে থাকবে হাইকোর্টে হচ্ছে বিধানসভায় হচ্ছে এইসব প্রসেস।
আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
উন্নাও হতে দেবে না পশ্চিম বাংলা কে হাঁসখালি হতে দেবেন রামপুরহাট হতে দেবেন উত্তরপ্রদেশে কেন যাবে এখানেই আন্দোলন করুক কথাবার্তা বলা একটা সীমা থাকা উচিত পাড়ায়-পাড়ায় মহিলাদের ওপর ধর্ষন হচ্ছে খুন হচ্ছে কোন মুখে তিনি এইসব কথা বলছেন করে দেখান একটা লোকের গায়ে হাত দিতে পারেন না আর যোগীর রাজ্যে মাটির তলা থেকে বার করে নিয়ে আসে দেখুন শিখুন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাতে হয়।
50 কিলোমিটার বিএসএফ ঢোকা প্রসঙ্গে উনি একবার করেছিলেন পরিনাম দেখেছেন লোককে খেপালে কি হয় সেই জন্য হিসাব করে বলুন দেশদ্রোহিতা করতে গেলে পুরো দেশ তার বিরুদ্ধে লড়বে।
98 হাজার কোটি টাকা বকেয়া মেটালে পাঁচ বছর পেট্রোল ডিজেলের উপর কর ছাড় দেওয়া প্রসঙ্গে তিনি জানান আগে আপনার কর্মচারীদের পেনশন দিয়ে দিন ডিএ দিন যারা রাস্তায় বসে আন্দোলন করছে যুবকরা চাকরি দিন কেন্দ্রীয় সরকার যা দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় বেশি দিচ্ছে, হিসাব করে দেখুন রোজ খালি খাতা নিয়ে বসে থাকেন নিজে কোনো দায়িত্ব পালন করেন না আগে করুন।
উল্লেখ্য, সল্টলেকের সেন্ট্রাল পার্কে দাড়িয়ে যা বিললেন দিলীপ ঘোষ। জুট শিল্প নিয়ে তৃণমূল সুখেন্দু শেখর রায়ের চিঠি পীযূষ গোয়েল কে এই প্রসঙ্গে বলেন ভালো কথা যদি সত্যি সত্যি মনে করেন জুটের উন্নতি হওয়া উচিত জুটের সঙ্গে যুক্ত শ্রমিক শিল্পপতি চাষীদের স্বার্থ রক্ষা করা উচিত টিএমসি কেন আগে রাস্তায় নামেনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেন নি অর্জুন সিং যে প্রশ্নগুলো তুলেছেন তা সমাধান হওয়া উচিত আমি বারবার বলছি ত্রিপাক্ষিক বৈঠক হওয়া উচিত।