কলকাতা – সল্টলেকের মহিষবাথান মাঝের পাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম পলাশ কান্তি মজুমদার (৩০)। তাঁর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি।
প্রায় ৭–৮ মাস আগে তিনি মহিষবাথানে একটি বাড়িতে একা ভাড়া থাকতে শুরু করেন। আজ সকালে প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই মৃত্যু—তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা থাকলেও, তদন্তের পরেই প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
