সল্টলেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সল্টলেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। অক্ষরের এই মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বরেণ্য সাহিত্যিক, প্রকাশনা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও নানা ক্ষেত্রের গণ্যমান্যরা। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে বইপ্রেমীদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত মেলা প্রাঙ্গণ। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বই উৎসব।
গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও বইমেলায় প্রকাশিত হতে চলেছে লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একগুচ্ছ বই। প্রতি বছরই পাঠকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হন তিনি, আর এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রকাশনা মহলের একাংশের মতে, মেলা শেষ হতেই মুখ্যমন্ত্রীর বইগুলি ফের ‘বেস্ট সেলার’-এর তালিকায় শীর্ষে উঠে আসবে, তা প্রায় নিশ্চিত।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের বইমেলায় ‘জাগোবাংলা’ স্টলে প্রকাশিত ‘এক ব্যাগ মমতা’ সংকলন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। বইটি কার্যত হট কেকের মতো বিক্রি হয়েছিল। সেই অভিজ্ঞতার পর এ বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখনীকে ঘিরে সাধারণ পাঠক থেকে শুরু করে সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।
রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর নিয়মিত সাহিত্যচর্চা আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। শীতের দুপুরে বইয়ের গন্ধ, নতুন বইয়ের পাতা ও লেখক-পাঠকের মিলনমেলায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে কলকাতা—সব মিলিয়ে বইমেলাকে ঘিরে শহরজুড়ে উন্মাদনা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top