সল্টলেকে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

সল্টলেকে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সল্টলেকে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য…. ফোন নম্বরটি যে মুখ্যমন্ত্রীর তা তদন্ত কারী রা জানতেন না । যেহেতু পার্থ ফোন করেছিলেন । এটা তদন্তের অঙ্গ । এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এটা ব্যাপক দুর্নীতি , সংগঠিত অপরাধ । পার্থ চ্যাটার্জি বিচ্ছিন্ন ভাবে যুক্ত এটা মানি না । এর শিকড় অনেক গভীর পর্যন্ত।

 

কেন্দ্রীয় এজেন্সি ডাকলেই পিজি র মত হাসপাতাল কে শেল্টার বানানো হচ্ছে । এটা হাসপাতাল টি র মর্যাদা র সঙ্গে সঙ্গতি পূর্ণ নয় । তৃণমূল নির্বাচন , আর যে কোনো মূল্যে নির্বাচন জেতা ছাড়া কিছু বোঝে না । তাই রাজনৈতিক উদ্দ্যেশে তদন্ত করে চাপে রাখা হয়েছে । এই কথা তৃণমূল আদালতে গিয়ে বলুক কে কোথায় পিয়াজ ছুলবেন এটা তার ব্যাপার । যারা রাস্তায় আন্দোলন করছেন তাদের কি এসে যায় ।

 

এই ক্রাইম নিয়ে থ্রিলার লেখা যেতে পারে । কিন্তু বহু চোখের জলের হদিস পাওয়া যাবে না পার্থ র আইনজীবী রা যে বলেছেন , জোর করে ই এস আই এ রিপোর্ট লেখা নো হয়েছে , জোর করার প্রশ্ন ই নেই । আমরা চাই পার্থ বাবু আনন্দে থাকুন , সুস্থ থাকুন , দীর্ঘ জীবি হোন । ওনার দীর্ঘায়ু র জন্য প্রয়োজনে এইমস এ র সাহায্য নেওয়া যেতে পারে কেন শুভেন্দু কে ডাকছে না , তা জানতে কোর্টের কাছে যাক তৃণমূল । কোর্টের নির্দেশেই সব হচ্ছে।

আরও পড়ুন- কালিন্দী নদীর পারে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে বাঁচাতে স্বয়ং বিডিও বিধায়ক

উল্লেখ্য, সল্টলেকে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য…. ফোন নম্বরটি যে মুখ্যমন্ত্রীর তা তদন্ত কারী রা জানতেন না । যেহেতু পার্থ ফোন করেছিলেন । এটা তদন্তের অঙ্গ । এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এটা ব্যাপক দুর্নীতি , সংগঠিত অপরাধ । পার্থ চ্যাটার্জি বিচ্ছিন্ন ভাবে যুক্ত এটা মানি না । এর শিকড় অনেক গভীর পর্যন্ত। কেন্দ্রীয় এজেন্সি ডাকলেই পিজি র মত হাসপাতাল কে শেল্টার বানানো হচ্ছে । এটা হাসপাতাল টি র মর্যাদা র সঙ্গে সঙ্গতি পূর্ণ নয় । তৃণমূল নির্বাচন , আর যে কোনো মূল্যে নির্বাচন জেতা ছাড়া কিছু বোঝে না ।

 

তাই রাজনৈতিক উদ্দ্যেশে তদন্ত করে চাপে রাখা হয়েছে । এই কথা তৃণমূল আদালতে গিয়ে বলুক কে কোথায় পিয়াজ ছুলবেন এটা তার ব্যাপার । যারা রাস্তায় আন্দোলন করছেন তাদের কি এসে যায় । এই ক্রাইম নিয়ে থ্রিলার লেখা যেতে পারে । কিন্তু বহু চোখের জলের হদিস পাওয়া যাবে না পার্থ র আইনজীবী রা যে বলেছেন , জোর করে ই এস আই এ রিপোর্ট লেখা নো হয়েছে , জোর করার প্রশ্ন ই নেই । আমরা চাই পার্থ বাবু আনন্দে থাকুন , সুস্থ থাকুন , দীর্ঘ জীবি হোন । ওনার দীর্ঘায়ু র জন্য প্রয়োজনে এইমস এ র সাহায্য নেওয়া যেতে পারে কেন শুভেন্দু কে ডাকছে না , তা জানতে কোর্টের কাছে যাক তৃণমূল । কোর্টের নির্দেশেই সব হচ্ছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top