কলকাতা – বিধাননগরের সল্টলেক সিজিও কমপ্লেক্সে সোমবার চিকিৎসকদের বিক্ষোভে ফের উত্তেজনা ছড়ালো। আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠতে থাকলেও, আন্দোলনকারীরা এই বিষয়ে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সিবিআই তদন্ত কোন পথে এগোচ্ছে? ধর্ষণ, খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোন শাস্তি দেওয়া হয়নি?
পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গিয়ে গার্ডরেল ভেঙে ফেলার ঘটনায় এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।গত কিছু দিন আগে, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেপ্তারি নিয়ে আদালতে বিচারক তাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। কিন্তু আন্দোলনকারীদের এক অংশের দাবি, সঞ্জয় একাই এসব অপরাধ ঘটিয়েছে কিনা, তা নিয়ে সঠিক তদন্ত হয়নি। একদিকে আন্দোলনের স্লোগান, অন্যদিকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি? এসবের মধ্যেই আবার সিজিও কমপ্লেক্সে অভিযান চলে, যেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি ঘটে।
এদিন, এমএসসি, এসডিএফ ও এনইউ-র ডাকেই এই বিক্ষোভ ঘটে। সিজিও কমপ্লেক্সের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, এবং গেটের বাইরে গার্ডরেল দিয়ে বাধা দেওয়া হয়েছিল। যদিও আন্দোলনকারীরা বাধা সরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন, পুলিশের তৎপরতায় তাদের সেখানে যেতে দেওয়া হয়নি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় এবং বিক্ষোভকারীদের শেষে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
