কোলকাতা – সল্টলেকে স্বাস্থ্যদপ্তরের চাকরির নামে বিশাল প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর পুলিশ। গ্রুপ-ডি পদে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোচবিহারের এক যুবকের কাছ থেকে ৪.৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের গোসানিমারির বাসিন্দা এক যুবককে বলা হয়েছিল, স্বাস্থ্যদপ্তরে গ্রুপ-ডি পদে চাকরির নিশ্চয়তা মিলবে এবং সাড়ে চার লক্ষ টাকা দিলেই হাতে-হাতে নিয়োগপত্র পাওয়া যাবে। সরল বিশ্বাসে ফাঁদে পা দিয়ে গত মার্চ মাসে প্রতারকদের হাতে টাকা তুলে দেন তিনি। পরবর্তীতে তাঁকে একটি নিয়োগপত্র দেওয়া হয়, যা দেখতে আসল সরকারি কাগজপত্রের মতোই। তাতে সরকারি লোগো, রবার স্ট্যাম্প, এমনকি প্রিন্সিপাল সেক্রেটারির নকল স্বাক্ষর পর্যন্ত ছিল।
প্রতারিত যুবকটি সেই জাল নিয়োগপত্র নিয়ে ৩ এপ্রিল মালদহ মেডিক্যাল কলেজে কাজে যোগ দিতে গেলে স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা বুঝে ফেলেন যে নথিটি ভুয়া। এরপর ১৮ এপ্রিল রাজ্য স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে বিধাননগর পুলিশ একে একে সৌরভকান্তি দলুই এবং রাজেশ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে প্রতারণা চক্রের মূল মাথা এবং অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের ফাঁদে পড়ে আরও কেউ প্রতারিত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই চক্র কতদিন ধরে সক্রিয় এবং রাজ্যের অন্যান্য জেলায় এর প্রভাব রয়েছে কি না, সেই বিষয়েও বিস্তৃত তদন্ত চলছে।
