সল্টলেক ইন্দিরা ভবনের কাছে ধর্ণা মঞ্চে এলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

সল্টলেক ইন্দিরা ভবনের কাছে ধর্ণা মঞ্চে এলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সল্টলেক ইন্দিরা ভবনের কাছে ধর্ণা মঞ্চে এলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ সল্টলেক ইন্দিরা ভবনের কাছে ধর্ণা মঞ্চে এলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।পাশে থাকার আশ্বাস দিলেন মাদ্রাসা শিক্ষার্থীদের।সাথে তুলে ধরলেন সরকারের চরম ব্যর্থতা। মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি জানান, যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে তারা রাস্তায় বসে আন্দোলন করছে, চাকরি চাইছে। এটা মুখ্যমন্ত্রীর নজরে কি পড়ছে না? তিনি ভাবছেন মামলা সিপিএম এর আইনজীবীরা করছেন। Ssc এর ক্ষেত্রে যেমন চরম দুর্নীতি হয়েছে তেমন মাদ্রাসার ক্ষেত্রেও তাই হচ্ছে।মুখ্যমন্ত্রী সমস্ত শিক্ষাব্যবস্থাকে সুপরিকল্পতোভাবে ধ্বংস করছেন।

 

আদালতে আমরা অবশ্যই এর মামলা করবো। যদি সরকারের সৎ সাহস থাকে তাহলে যারা আজ আন্দোলন করছে তাদের অবশ্যই তদন্ত করবে সরকার। পাশাপাশি তিনি আরও বলেন, একটি মাদ্রাসা স্কুলে পড়ুয়ার সংখ্যা ১২০০ থেকে ১৩০০ কিন্তু সেখানে শিক্ষক মাত্র ৬জন রয়েছেন।তাহলে সেখানে পড়াশোনা কিকরে হবে। এখানে সবাই ঘরসংসার ফেলে এসে আন্দোলন করছে একজন ছোটো বাচ্চা নিয়েও এসেছে। এরম মানবতা বোধহীন সরকার আমাদের। আমরা অবশ্যই মামলা করবো।এই দৃশ্য দেখার পরে আর চুপ করে থাকবোনা আমরা কেউ।।

আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়

আপনারা বুঝতে পারছেন তাহলে শ্রীমতি কিভাবে কাজ করছেন। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যাদের চাকরি পাওয়ার কথা তারা পাচ্ছেন না এই বিষয়ে তিনি জানান ,এই সবকিছু নিয়েই মামলা করবো আমরা।সরকার দুর্নীতির ওপর যখন দাঁড়িয়ে থাকে তাঁদের নীতি থাকে যারা আমার হয়ে যারা গুন্ডামি,বদমাইশি করবে তাঁদের নিয়োগ দাও এই তথ্যের ভিত্তিতে তারা চলছে তাই যোগ্য যারা তারা চাকরি পাচ্ছেনা আজকে। এখন এটাই আমাদের নির্ধারণ করতে হবে পশ্চিমবঙ্গ এ শিক্ষার ব্যবস্থা টিকিয়ে রাখা যাবে নাকি আদেও। শুধু একজনের চাকরি নিয়ে নয় গোটা প্রজন্মটাই নষ্ট হয় যাচ্ছে। তার একমাত্র মহানায়িকা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top