সল্টলেক ডবল ই ব্লকের দূর্গা পূজা এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পন করলো

সল্টলেক ডবল ই ব্লকের দূর্গা পূজা এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পন করলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সল্টলেক ডবল ই ব্লকের দূর্গা পূজা এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পন করলো। সল্টলেক ডবল ই আবাসিক সমিতি ও ডবল ই ব্লক ইয়ুথ গ্রুপ যৌথভাবে ২৫ বছর ধরে পুজো করে আসছে। তাদের এবারের থিম হাঁড়ির খবর। আজ দেবী দুর্গার আগমনি নৃত্যের মাধ্যমে জাঁকজমকভাবে খুঁটি পুজোর সূচনা হলো।

 

উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস, সঙ্গীত শিল্পী সিধু,গাঁটছড়া খ্যাত অভিনেত্রী খড়ি তথা সোলাঙ্গকি রায় সহ বিশিষ্টজনেরা। এবারের থিম হাঁড়ির খবর। শিল্পী মানস রায়ের সৃজনে গড়ে উঠছে সেই মন্ডপ। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে থিম সং গেয়েছেন সঙ্গীত শিল্পী সিধু। হাঁড়ির খবর থিম এর সাথে সামঞ্জস্য রেখে মৃৎ শিল্পী সনাতন পাল মাতৃ প্রতিমা তৈরী করছেন। আলোকসজ্জায় দেবাশীষ দাস।

আরও পড়ুন- চোপড়া,বন দপ্তরের উদ্যোগে এলাকায় চারা গাছ বিতরণ

উল্লেখ্য, সল্টলেক ডবল ই ব্লকের দূর্গা পূজা এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পন করলো। সল্টলেক ডবল ই আবাসিক সমিতি ও ডবল ই ব্লক ইয়ুথ গ্রুপ যৌথভাবে ২৫ বছর ধরে পুজো করে আসছে। তাদের এবারের থিম হাঁড়ির খবর। আজ দেবী দুর্গার আগমনি নৃত্যের মাধ্যমে জাঁকজমকভাবে খুঁটি পুজোর সূচনা হলো।

 

উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস, সঙ্গীত শিল্পী সিধু,গাঁটছড়া খ্যাত অভিনেত্রী খড়ি তথা সোলাঙ্গকি রায় সহ বিশিষ্টজনেরা। এবারের থিম হাঁড়ির খবর। শিল্পী মানস রায়ের সৃজনে গড়ে উঠছে সেই মন্ডপ। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে থিম সং গেয়েছেন সঙ্গীত শিল্পী সিধু। হাঁড়ির খবর থিম এর সাথে সামঞ্জস্য রেখে মৃৎ শিল্পী সনাতন পাল মাতৃ প্রতিমা তৈরী করছেন। আলোকসজ্জায় দেবাশীষ দাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top