নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ ডিসেম্বর, সল্টলেক দত্তাবাদ ৩৯ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল।মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
তাদের দাবি, গতকাল রাত সাড়ে ১০ টা থেকে ১১ টা নাগাদ ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী অনিমেষ দাস, কার্তিক মাল, গৌতম বর ও কার্তিক জানার ওপর চড়াও হয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে বলে জানায়।তারপর তাঁরা বিধান নগর উত্তর থানায় অভিযোগ দায়ের করে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।