নিজস্ব সংবাদদাতা ১৭মার্চ ২০২১বিধাননগর: খেলা হবে, খেলা হবে শুধু শোনা যেত আজ খেলতে দেখা গেলো বিধাননগর বিধানসভার তৃণমূল প্রার্থী সুজিত বসুর। সল্টলেক দত্তবাদে মন্দিরে পুজো দিয়ে ফুটবল খেলে খেলা হবে স্লোগান তুলে ভোট প্রচারে নামলেন সুজিত বসু।
বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অডিনেটর নির্মল দত্তের উদ্যোগে পদযাত্রা।আজ বিকালে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু তৃণমূল প্রার্থী সুজিত বসুর। সুজিত বসু মন্দিরে পুজো দিয়ে নিজেও ফুটবল খেলে এবং খেলা হবে স্লোগান তুলে পদযাত্রায় মাধ্যমে প্রচার শুরু করেন। এরপরই মিছিল শুরু হয় নির্মল দত্তের উদ্যোগে। মিছিল শুরুর আগে সল্টলেক দত্তবাদ এলাকার মহিলাদের কেও ফুটবল খেলতে দেখা যায়।