সল্টলেক বাস ডিপোর বাস চালক করোনা আক্রান্ত।

সল্টলেক বাস ডিপোর বাস চালক করোনা আক্রান্ত।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বিধাননগর:-▪ সল্টলেক বাস ডিপোর বাস চালক করোনা আক্রান্ত। তাই নিয়ে চাপা উত্তেজনা পশ্চিমবঙ্গ ভুতল পরিবহন নিগম সল্টলেকের বাস ডিপোর বাস চালকদের মধ্যে। তাদের মধ্যে দুজন বাস চালকের করোনা উপসর্গ ধরা পড়েছে, এক করোনা আক্রান্ত বাড়ি চলে গেলেও উপসর্গ ব্যক্তি এখন রয়েছে বাস ডিপোতে।গতকাল রাত পর্যন্ত তারা বাস চালিয়েছে।এমত অবস্থায় বাস চালকরা দাবি করেন যে তাদের প্রত্যেকের করোনা টেস্ট করতে হবে, কেউ আক্রান্ত হলে তাকে বাড়ি না পাঠিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে।বাস স্যানিটাইজার হলেও তারা যে রুমে থাকে সেটা স্যানিটাইজ হচ্ছে না।সেগুলো স্যানিটাইজ করতে হবে।আগামীদিনে তাদের প্রোটেকসনের জন্য আধিকারিকরা কি ভাবছে সেটা জানাতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top