সল্টলেক, রাজারহাট ও নিউ টাউনের জলজট: মুখ্যমন্ত্রী মমতার মেট্রো কর্তৃপক্ষকে হুঁশিয়ারি

সল্টলেক, রাজারহাট ও নিউ টাউনের জলজট: মুখ্যমন্ত্রী মমতার মেট্রো কর্তৃপক্ষকে হুঁশিয়ারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – টানা বৃষ্টির পর সল্টলেক, রাজারহাট ও নিউ টাউনের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য মেট্রো কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, মেট্রোর নির্মাণ কাজের সময় যত্রতত্র ফেলে রাখা মালপত্র নালা ও নর্দমার মুখ বুজে দিয়েছে, যার ফলে জল দ্রুত নামছে না। হিডকো ও এনকেডিএ এলাকায় জমা জলের দায় পুরোপুরি মেট্রোর কাঁধে থাকবে বলে তিনি সতর্ক করেছেন।

সন্ধ্যায় কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একাধিক জেলার দুর্গাপুজো উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী বলেন, “মেট্রোর নির্মাণ সামগ্রীর কারণে জল জমেছে। দ্রুত মালপত্র সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দুর্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা চলবে না। বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় হলেও আমি কখনও তা নিয়ে রাজনীতি করিনি।”

সকালের বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী সিইএসসিকে দায়ী করেছেন। তিনি মৃত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ঘোষণা করেছেন, “প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।” বিষয়টি নিয়ে সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কারের সঙ্গে আলোচনা করা হয়েছে।

দুর্যোগের কারণে মঙ্গলবারের কিছু পুজো উদ্বোধন স্থগিত রাখা হয়েছে। জলমগ্নতার কারণে বুধবার চেতলা অগ্রণীর উদ্বোধনও পিছিয়ে গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top