নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ ডিসেম্বর, সল্টলেক সেক্টর ফাইভ টি এন ৩০ নম্বর বহুতল বিল্ডিং-এর চার তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১০ টি দমকল সেখানে যায়।ওই বহুতলে প্রচুর অফিস থাকায় খুব দ্রুত তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভাতে ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার। একে একে নামিয়ে আনা হয় বহুতলের বিভিন্ন অফিসের কর্মীদের।
কালো ধোঁয়ায় গোটা সেক্টর ফাইভ এলাকায় ঢেকে গেছে।আগুন নেভাতে ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার। একে একে নামিয়ে আনা হয় বহুতলের বিভিন্ন অফিসের কর্মীদের। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।