সল্টলেক সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ, কি বললেন?

সল্টলেক সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ, কি বললেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সল্টলেক

সল্টলেক সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ, কি বললেন? এদিন কুণাল ঘোষ কলকাতার বাইরে থাকার জন্য তিনি সিবিআই দপ্তরে একটি আবেদন পত্র জমা দিয়ে গেলেন, পূর্ব মেদিনীপুর মহিষাদলে সভা, 28 তারিখ হলদিয়া দলীয় কর্মসূচি তারপরে ত্রিপুরায় যাবেন। যেটা আমার কন্ডিশনে দেওয়া আছে সিবিআইকে ইন্টিমেশন দেওয়ার সেটাই দিয়ে গেলাম।

 

সৌমিত্র সৌমিত্র খাঁ  প্রসঙ্গে তিনি জানান, সৌমিত্র খাঁর গরম পড়লে মাথা ঠিক থাকেনা বর্ষাকাল যাক শরৎকাল আসুক তারপর দেখা যাবে তিনি কি বলেন।

 

বঙ্গ বিজেপি তে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো প্রসঙ্গে কুণাল বলেন,  এটা তাদের দলীয় ব্যাপার দীলিপবাবু যেভাবে বলছেন শুভেন্দু অধিকারী জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা। তিনি দল বদলুদের তুলোধোনা করছেন। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি এগুলো তো জানারই কথা এগুলো তো হওয়ারই ছিল।

 

আর ও পড়ুন  একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

 

শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তিনি জানান,  গরুর গাড়ির হেডলাইট হয় তিনি তাই ,যে নিজের পাড়ার বুথে জিততে পারল না ,নিজের ওয়ার্ড জিততে পারে না, পুরসভা জিততে পারে না ও গেছে ওখানে লেজ নাড়াতে।

 

জিটিএ প্রসঙ্গে তিনি বলেন, অপদার্থ সুকান্ত মজুমদার তিনি আগে নিজের দল সামলাক একজন ট্রেনী সভাপতি রাজনীতি শেখেননি ও সভাপতি হওয়ার পর থেকে যা রেজাল্ট হচ্ছে ফেসবুকে ও প্রেস কনফারেন্সে আছে ফেসবুক উঠে গেলে সুকান্তর বিজেপি উঠে যাবে।

 

সল্টলেক সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ, কি বললেন? এদিন কুণাল ঘোষ কলকাতার বাইরে থাকার জন্য তিনি সিবিআই দপ্তরে একটি আবেদন পত্র জমা দিয়ে গেলেন, পূর্ব মেদিনীপুর মহিষাদলে সভা, 28 তারিখ হলদিয়া দলীয় কর্মসূচি তারপরে ত্রিপুরায় যাবেন। যেটা আমার কন্ডিশনে দেওয়া আছে সিবিআইকে ইন্টিমেশন দেওয়ার সেটাই দিয়ে গেলাম।

 

সৌমিত্র সৌমিত্র খাঁ  প্রসঙ্গে তিনি জানান, সৌমিত্র খাঁর গরম পড়লে মাথা ঠিক থাকেনা বর্ষাকাল যাক শরৎকাল আসুক তারপর দেখা যাবে তিনি কি বলেন।

 

বঙ্গ বিজেপি তে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো প্রসঙ্গে কুণাল বলেন,  এটা তাদের দলীয় ব্যাপার দীলিপবাবু যেভাবে বলছেন শুভেন্দু অধিকারী জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা। তিনি দল বদলুদের তুলোধোনা করছেন। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি এগুলো তো জানারই কথা এগুলো তো হওয়ারই ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top