সশস্ত্র অবস্থায় চারজন ডাকাতকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ

সশস্ত্র অবস্থায় চারজন ডাকাতকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, ১৯ নভেম্বর, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন ডাকাতকে সশস্ত্র অবস্থায় ধরলো দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি দেশী পাইপ গান ও এক রাউন্ড গুলি। মঙ্গলবার চারজনকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার আরতী গ্রামে এবং একজনের বাড়ি বীরভূম জেলায় ইলামবাজারে।

পুলিশ সূত্রে খবর সোমবার গভীর রাতে দুর্গাপুর থানা এলাকার কমলপুর এলাকায় দাশেরবাঁধ এলাকায় সশস্ত্র অবস্থায় এই চারজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ডাকতদের।তারপরই জালে ধরা পড়ে ফরিদপুর থানা এলাকার আরতী গ্রামের শেখ মুশেফ, শেখ আজমত, শেখ নাসিম এবং বীরভূম জেলার আশরাফ মন্ডল।ধৃতরা প্রত্যেকেই অনেকগুলি চুরি ডাকাতির ঘটনায় জড়িত বলে অভিযোগ। পুলিশ সুত্রে খবর এরা রাতের অন্ধকারে গরু চুরির সাথেও জড়িত।এদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে তোলা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top