সবচেয়ে সস্তায় উচ্চশিক্ষার জন্য ঋণ দিচ্ছে এমন ১০টি ব্যাঙ্ক। সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় খরচ জোগাতে হিমসিম খাচ্ছেন। চিন্তা করবেন না। উচ্চ শিক্ষা গ্রহনের জন্য নেওয়া Education Loan সরকারি, বেসরকারি উভয় ব্যাঙ্ক থেকেই নেওয়া যায়। এবার জেনেনিন কোন ব্যঙ্কের সুদের হার কত। ঋণগ্রহীতা মোট যত টাকা ঋণ নিচ্ছেন, তা সুদ সহ ব্যাঙ্ককে মিটিয়ে দিতে হয় নির্দিষ্ট মাসিক কিস্তিতে। ইএমআই-এর মোট অঙ্কের মধ্যে ঋণের আসল ও সুদ উভয়ই ধরা থাকে।
কত টাকা লোন নেবেন বা কত সময়ের মধ্যে সেটি ব্যাঙ্ককে পরিশোধ করবেন, তার উপর ইএমআই-এর অঙ্ক নির্ভর করে। শিক্ষা ঋণের সীমা অবশ্য প্রতি ব্যাঙ্কের ক্ষেত্রে পৃথক। Education Loan-এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধেটি হল, উচ্চশিক্ষার নির্দিষ্ট কোর্স শেষ হওয়ার পর থেকে ঋণের ইএমআই দেওয়া শুরু হয়। কতদিন পর থেকে ঋণের ইএমআই দেওয়া শুরু করতে হবে কিংবা কতদিন ধরে এই ঋণের ইএমআই দিতে হবে, তার সময়সীমা ব্যাঙ্কই ঠিক করে। বর্তমানে সবচেয়ে সস্তায় উচ্চশিক্ষার জন্য ঋণ দিচ্ছে এমন ১০টি ব্যাঙ্কের তালিকা এই প্রতিবেদনে তুলে ধরা হল। Education Loan নেওয়ার আগে এই তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন
আর ও পড়ুন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাখি! যা একসময় মানুষের পোষ্য ছিল
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : বার্ষিক সুদের হার ৭.৯৫ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ, প্রসেসিং ফি ১০ হাজার টাকা পর্যন্ত।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : বার্ষিক সুদের হার ৮.৯৫ শতাংশ থেকে ৯.৭৫ শতাংশ, প্রসেসিং ফি ৫ হাজার টাকা পর্যন্ত।
আইডিবিআই ব্যাঙ্ক : বার্ষিক সুদের হার ৭.৩০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।
HDFC ব্যাঙ্ক: বার্ষিক সুদের হার ৯.৫৫ শতাংশ থেকে ১৩.২৫ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: বার্ষিক সুদের হার ৭.৩০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।
ইউকো ব্যাঙ্ক: বার্ষিক সুদের হার ৯.৯৫ শতাংশ থেকে ১০.৩৫ শতাংশ, প্রসেসিং ফি নেই।
সিন্ডিকেট ব্যাঙ্ক : বার্ষিক সুদের হার ৮.২৫ শতাংশ থেকে ১১ শতাংশ, প্রসেসিং ফি নেই।
ক্যানারা ব্যাঙ্ক: বার্ষিক সুদের হার ৭.৮৫ শতাংশ থেকে ৯.৮৫ শতাংশ, প্রসেসিং ফি নেই।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: বার্ষিক সুদের হার ৭.৩০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ, প্রসেসিং ফি নেই।
ব্যাঙ্ক অফ বরোদা: বার্ষিক সুদের হার ৮ শতাংশ থেকে ১০.২৫ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।