কলকাতা – স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তাঁর মা-ও। রাজ্যের মঙ্গল ও পশ্চিমবাংলায় বিজেপি সরকারের ক্ষমতা চেয়েই পুজো দিলেন। পুজো দিয়ে বেরিয়েই বললেন সে কথা। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে রাখঢাক না করেই বললেন, এই আন্দোলনে আদৌ কিছু এসে যাবে না রাজ্য সরকারের।
দিলীপের কথায়, “ভগবানের কাছে শান্তি চাইলাম। যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।” চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বললেন, ” চাকরিহারাদের সে ধরনাই বলুন, আর সরকারের সঙ্গে আলোচনা-বৈঠক- সবই নিস্ফলা হবে। এর কোন সমাধান হবে না! আদালত নির্দেশ দিয়েছে। আদালতেই সমাধান বেরোবে। তাই আমি বলব সব পক্ষই নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছেই আবেদন করুন। সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে। ১৮ হাজার চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই।”
