বিদ্যুতের বিল সাশ্রয়ের কয়েকটি সহজ উপায় জেনে নিন । আপনার কি ইলেকট্রিক বিল অনেক বেশি আসে। তাহলে জানুন কিভাবে সাশ্রয় করবেন বিদ্যুতের বিল। জানুন কয়েকটি সহজ পদ্ধতি।
১) ঘরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা প্রাকৃতিক ভাবে থাকলে সকাল থেকে সন্ধের আগে পর্যন্ত ঘরের বৈদ্যুতিক আলো বন্ধ রাখার চেষ্টা করুন।
২) বাড়িতে অযথা আলো, পাখা চালানো বন্ধ করতে হবে। যে ঘরে কেউ নেই, সেই ঘরের আলো-পাখা খেয়াল করে বন্ধ রাখতে হবে। বিদ্যুতের অপচয় খেয়াল করে বন্ধ করলেই বিদ্যুতের বিলও অনেকটা কমানো যাবে।
৩) বাড়ির কম্পিউটারের কাজ হয়ে গেলে সেটি বন্ধ করে দিন, অযথা চালিয়ে রাখবেন না। এতে খানিকটা বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে। একই সঙ্গে কমবে বিদ্যুতের বিলও।
আর ও পড়ুন মানুষের জীবনে কোন তিনটি বিষয় নিয়ে কখনো লজ্জা বা দ্বিধবোধ করা উচিত নয়
৪) মোবাইল ফোন, ল্যাপটপ এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদি চার্জ দেওয়া হয়ে গেলে চার্জার খুলে রাখুন। চার্জ হয়ে যাওয়ার পরও চার্জার প্লাগ ইন করে রাখলে বিদ্যুতের অপচয় হয়।
৫) মাসে অন্তত একদিন ফ্রিজ সম্পূর্ণ খালি করে পরিষ্কার করে ফেলুন। ওই দিনটা পারলে অন্তত ঘণ্টা খানেকের জন্য ফ্রিজ বন্ধ রাখুন। এতে বিদ্যুতের সাশ্রয় হবে।
৬) জামা কাপড় রোদে শুকানোর চেষ্টা করুন। তবে বর্ষাকালে ড্রায়ার ব্যবহার করতেই হয়, কিন্তু অন্য সময় ড্রায়ার ছেড়ে জামা কাপড় বাইরে মেলে দিন।
৭) গরমকালে শোয়ার ঘরে মোটা পর্দা লাগিয়ে দিন, যাতে বাইরের গরম ভিতরে না ঢুকতে পারে। এসি চালালেও কম সময়ে চালালেই ঘর ঠান্ডা হয়ে যাবে।
৮) কিছুটা সময় এসি চালিয়ে ঘর ঠাণ্ডা হয়ে গেলেই এসি বন্ধ করে দিন। এতে অনেকক্ষণ ঘরে ফ্যান চালানোর প্রয়োজন হবে না। বাঁচবে বিদ্যুৎ, কমবে বিদ্যুতের বিলও।
৯) বাড়ির প্রতিটা ঘরে অবশ্যই এলইডি আলো লাগান। এতে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হবে।
উল্লেখ্য, বিদ্যুতের বিল সাশ্রয়ের কয়েকটি সহজ উপায় জেনে নিন । আপনার কি ইলেকট্রিক বিল অনেক বেশি আসে। তাহলে জানুন কিভাবে সাশ্রয় করবেন বিদ্যুতের বিল। জানুন কয়েকটি সহজ পদ্ধতি।