দিল্লি – নয়াদিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় ঘটে গেল রোমহর্ষক এক ঘটনা। একাদশ শ্রেণির এক ছাত্রকে বন্দুক দেখিয়ে অপহরণের অভিযোগে গ্রেফতার হয়েছে একই শ্রেণির চার সহপাঠী। পুলিশ জানিয়েছে, ক্লাসে আগের একটি ঝামেলার প্রতিশোধ নিতেই এই পরিকল্পিত অপহরণ করা হয়। ঘটনার পর মাত্র দু’ঘণ্টার মধ্যেই অপহৃত ছাত্রকে উদ্ধার করে পুলিশ, এবং চারজন অভিযুক্তকেও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল ওই একাদশ শ্রেণির ছাত্র। সেই সময়ই তার চার সহপাঠী গাড়ি নিয়ে আসে এবং পিস্তল দেখিয়ে জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। আশপাশের লোকজন চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির একটি এলাকা থেকে অপহৃত ছাত্রকে উদ্ধার এবং চার অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও ২০টি কার্তুজ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্লাসে পুরনো এক বিবাদ থেকেই এই প্রতিশোধমূলক অপহরণের পরিকল্পনা করা হয়েছিল। ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ জব্দ করেছে।
ধৃতদের কিশোর আদালতে (Juvenile Justice Board) তোলা হলে বোর্ড তাদের দু’দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করে। পুলিশ এখন তদন্ত করছে, এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির স্কুল মহলে। অভিভাবক মহলের দাবি, স্কুল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা জরুরি, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।




















