বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সহবাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ উঠলো নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজের জি এস পল্লব কুমার মিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত লেলিন সরণি বাসিন্দা ২৮ বছরের ইসমিতা বিশ্বাসকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেন বিশরপাড়া বাসিন্দা পল্লব কুমার মিস্ত্রি।

 

অভিযোগ দীর্ঘ 15 বছর ধরে দুজনে একটি প্রেমের সম্পর্কে রয়েছে কিন্তু বর্তমানে তাকে বিয়ের কথা বলায় পল্লব আর বিয়ে করতে রাজি হচ্ছে না। মেয়ে টিকে এক প্রকার জীবন থেকে ঝেড়ে ফেলতে চাইছে। সেই সঙ্গে অভিযোগ তৃণমূল করার সুবাদে পল্লব ক্ষমতার অপব্যবহার করে মেয়ে টি কে এড়িয়ে যেতে চাইছে বিয়ে না করে সহবাস করে এখন বিয়েতে অস্বীকার করছে যেটা ধর্ষন করার সামিল ।

 

আর ও পড়ুন  ধান‍্যকুড়িয়ার মুকুটে নয়া পালক, তিন স্থাপত্য পেল হেরিটেজের তকমা

 

তাই গত কাল অভিযুক্তের বিরুদ্ধে মেয়েটির বাড়ির লোক এবং মেয়েটি নিজে অভিযোগ দায়ের করে নিউ ব্যারাকপুর থানায়। এই বিষয় স্থানীয় বিজেপি নেতৃত্ব নিন্দার ঝড় তুলে তৃণমূল দলের সমালোচনা করে বলেন যে হাঁস খালি থেকে শুরু হয়ে একই ধরনের ঘটনা নিউ ব্যারাকপুরে এসে ঠেকেছে। মুখ্যমন্ত্রী নিজেই ধর্ষক দের প্রশ্রয় দিচ্ছে। তাই এই ঘটনা বারবার ঘটছে রাজ্যে।যদি এই ঘটনায় কড়া কোন পদক্ষেপ না নেয় তাহলে বিজেপি আন্দোলনের পথে নামবে এই নিউ ব্যারাকপুরে।

 

অপর দিকে নিউ ব্যারাকপুর পৌর সভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা এই গোটা ঘটনা এক প্রকার গা থেকে ঝেড়ে ফেলে ব” আমরা কারুর ব্যক্তি গত জীবনেকে কার সাথে প্রেম ভালোবাসা করছে সেই নিয়ে মাথা ঘামাই না। আর বর্তমানে পল্লব কলেজের জি এস পদে নেই।

 

উল্লেখ্য,   বিয়ের প্রতিশ্রতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ উঠলো নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজের জি এস পল্লব কুমার মিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত লেলিন সরণি বাসিন্দা ২৮ বছরের ইসমিতা বিশ্বাসকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেন বিশরপাড়া বাসিন্দা পল্লব কুমার মিস্ত্রি।

 

অভিযোগ দীর্ঘ 15 বছর ধরে দুজনে একটি প্রেমের সম্পর্কে রয়েছে কিন্তু বর্তমানে তাকে বিয়ের কথা বলায় পল্লব আর বিয়ে করতে রাজি হচ্ছে না। মেয়ে টিকে এক প্রকার জীবন থেকে ঝেড়ে ফেলতে চাইছে। সেই সঙ্গে অভিযোগ তৃণমূল করার সুবাদে পল্লব ক্ষমতার অপব্যবহার করে মেয়ে টি কে এড়িয়ে যেতে চাইছে বিয়ে না করে সহবাস করে এখন বিয়েতে অস্বীকার করছে যেটা ধর্ষন করার সামিল ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top