বীরভূম – আজ সকালে সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিকভাবে জানা গেছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি চলছে।
মায়া সাহা স্থানীয় তৃণমূল নেতা সুব্রত সাহার স্ত্রী এবং বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি। সকালে ইডির আধিকারিকদের একটি দল বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন।তল্লাশি অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
