সাঁতরাগাছি ব্রিজের ওপর পণ্যবাহী দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম একটি লরির চালক। শনিবার রাত পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। কলকাতা অভিমুখে যাওয়ার পথে একটি বালিবোঝাই লরি সাঁতরাগাছি ব্রীজের উপরে ওঠার সময় উল্টো দিক থেকে অর্থাৎ কলকাতার দিক থেকে আশা একটি কন্টেনার বোঝাই টেইলার সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই লরিটির সামনে গিয়ে সজোরে ধাক্কা মারে ।
দুর্ঘটনার ফলে বালি বোঝাই লরির চালক ভেতরে আটকা পড়ে যায় এবং গুরুতরভাবে জখম হয়। ঘটনার পরেই পেছনে থাকা অন্যান্য গাড়ির চালক ও কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।তড়িঘড়ি সেই চালককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই লরির প্রত্যক্ষদর্শী খালাশী মিজানুর বলেন, কন্টেনার বোঝাই ট্রাকটি আচমকাই গতি পথ থেকে ডান দিকে সরে গিয়ে তাদের লরির ওপরে আছড়ে পড়ে এবং সেই বালি বোঝাই গাড়ির চালক যাকে তাঁরা খোকন নামে চেনেন , তিনি গুরুতর জখম অবস্থায় চালকের আসনে আটকে পড়েন।
আর ও পড়ুন শীতে বাড়িতে বানিয়ে ফেলুন খেজুরের গুড়ের পায়েস
কন্টেনার বোঝাই টেইলরটির ঠিক পেছনে থাকা একটি লরির চালক ছোট্টু শেখ জানিয়েছেন, কন্টেনার বোঝাই টেইলরের চালক অনেক আগে থেকেই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। সাঁতরাগাছি ব্রিজ থেকে নাবার সময় আচমকাই রাস্তার উল্টো দিকে অর্থাৎ ডানদিকে বাক নিয়ে নেয় এবং উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সামনে গিয়ে সজোরে ধাক্কা মারে।
এই দুর্ঘটনার ফলে দুটি গাড়ি সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ ও পৌঁছায়। দুটি গাড়ি ব্রেকডাউন ভ্যান এর সাহায্যে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার জেরে প্রায় ঘন্টা দুয়েক যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়েতে। গাড়ি দুটিকে উদ্ধারের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। অপর গাড়ির চালক পলাতক।
উল্লেখ্য, সাঁতরাগাছি ব্রিজের ওপর পণ্যবাহী দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম একটি লরির চালক। শনিবার রাত পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। কলকাতা অভিমুখে যাওয়ার পথে একটি বালিবোঝাই লরি সাঁতরাগাছি ব্রীজের উপরে ওঠার সময় উল্টো দিক থেকে অর্থাৎ কলকাতার দিক থেকে আশা একটি কন্টেনার বোঝাই টেইলার সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই লরিটির সামনে গিয়ে সজোরে ধাক্কা মারে ।
দুর্ঘটনার ফলে বালি বোঝাই লরির চালক ভেতরে আটকা পড়ে যায় এবং গুরুতরভাবে জখম হয়। ঘটনার পরেই পেছনে থাকা অন্যান্য গাড়ির চালক ও কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।তড়িঘড়ি সেই চালককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই লরির প্রত্যক্ষদর্শী খালাশী মিজানুর বলেন, কন্টেনার বোঝাই ট্রাকটি আচমকাই গতি পথ থেকে ডান দিকে সরে গিয়ে তাদের লরির ওপরে আছড়ে পড়ে এবং সেই বালি বোঝাই গাড়ির চালক যাকে তাঁরা খোকন নামে চেনেন , তিনি গুরুতর জখম অবস্থায় চালকের আসনে আটকে পড়েন।