নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ নভেম্বর, রাজভবনের সংবিধান দিবস পালন নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন তিনি। রাজভবন থেকে সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপালের কোন আমন্ত্রণ অধ্যক্ষের কাছে এসেছিল কিনা, সাংবাদিকদের তরফের প্রশ্ন করা হলে অধ্যক্ষ জানিয়ে দিলেন “এমন কোন বিষয় আমার গোচরে নেই এমন কোন আমন্ত্রণপত্র আমি পাইনি”।
উল্লেখ্য গত সপ্তাহে রাজ্য সরকারের তরফ থেকে ২৬ এবং ২৭ শে নভেম্বর দুদিনের সংবিধান দিবস ঘোষণা করার পর এই পাল্টা কৌশল খেলেছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। জানিয়েছিলেন ওই একই দিনে রাজভবনেও পালন করা হবে সংবিধান দিবস। এরপরই রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল। সোমবার এ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করা হলে কিছু জানেন না বলে এড়িয়ে যান অধ্যক্ষ।
সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তর দিতে নারাজ বিমান বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তর দিতে নারাজ বিমান বন্দ্যোপাধ্যায়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram